হোম > সারা দেশ > নরসিংদী

মোটরসাইকেলের বেপরোয়া গতি, ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ 

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে মোটরসাইকেল, ইজিবাইক ও বাইসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে শহরের নরসিংদী-সাহেপ্রতাব সড়কের শালিধা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন—সাহেপ্রতাব এলাকার কামাল হোসেনের ছেলে মো. বিপ্লব (১৮) ও একই এলাকার স্বপন মৃধার ছেলে মো. দ্বীপ (১৮)।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, বেপরোয়া গতিতে মোটরসাইকেলের তিন আরোহী সাহেপ্রতাপ মোড় থেকে নরসিংদী শহরের বাসস্ট্যান্ড এলাকার দিকে যাচ্ছিল। মোটরসাইকেলটি শালিধা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেল ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়।

স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় মোটরসাইকেলের দুই আরোহীকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মোটরসাইকেল আরোহী লামিম (১৮) নামের অপর একজনকে নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আহত হয়েছেন নাজিম উদ্দিন (২২) নামের আরও এক ব্যক্তি। তিনি বাইসাইকেল আরোহী। তাঁকে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন জানান, মরদেহ দুটি উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের জন্য আবেদন করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

নরসিংদীতে ছাত্রদল কর্মীকে হত্যার ঘটনায় দম্পতি গ্রেপ্তার

নরসিংদীতে যৌথ অভিযানে ১৫ লাখ টাকা ও অস্ত্রসহ আটক ৭

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ২ ফার্মেসি মালিককে জরিমানা

দুবাই পালানোর সময় বিমানবন্দর থেকে নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

নরসিংদীতে মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ছোট দুই ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত

৫ আসন: নরসিংদীতে ত্রিমুখী লড়াইয়ের আভাস

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫

নরসিংদীতে বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রদল কর্মীকে হত্যা

নরসিংদীর সবজি: সরবরাহ বেশি, চাষিরা বিপাকে