হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে যাত্রীবাহী বাস-মিনিবাস সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ২৫ 

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর শিবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কারারচরে যাত্রীবাহী বাস ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে বেশ কয়েকজন ঢাকা মেডিকেল কলেজ ও জাতীয় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।

আজ শুক্রবার সকালে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত হন মনির হোসেন। তিনি কিশোরগঞ্জ জেলার দুলাল মিয়ার ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা বলছে, সকালে কিশোরগঞ্জ থেকে একটি যাত্রীবাহী বাস শিবপুরের কারারচর মিলগেট এলাকায় পৌঁছালে নরসিংদী থেকে ইটাখোলাগামী হাইওয়ে মিনিবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুর্ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং উভয় যানবাহনের অন্তত ২৫ জন আহত হয়। এদের মধ্যে বেশ কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ ও জাতীয় পঙ্গু হাসপাতালে নেওয়া হয়েছে।

এ বিষয়ে নরসিংদীর ট্রাফিক পুলিশের পরিদর্শক শাখাওয়াত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা খবর পেয়ে সড়কের পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসি। এ দুর্ঘটনায় একজন নিহতসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কিশোরগঞ্জ থেকে আসা দ্রুতগামী বাসটি মিনিবাসটির সঙ্গে সংঘর্ষে জড়ায়।’

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫

নরসিংদীতে বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রদল কর্মীকে হত্যা

নরসিংদীর সবজি: সরবরাহ বেশি, চাষিরা বিপাকে

নরসিংদীতে ট্রাকচাপায় বৃদ্ধা নিহত

নরসিংদীতে তিন চোখ ও দুই মুখের বাছুরের জন্ম, এলাকায় চাঞ্চল্য

নরসিংদী-৫: মনোনয়নপত্র সংগ্রহ করলেন যুবলীগ নেতা ব্যারিস্টার তৌফিকুর রহমান

নরসিংদীর পলাশে তাঁতশ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

হাদি হত্যা: ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

হাদিকে গুলি: ফয়সালের বাবা-মা গ্রেপ্তার

নিখোঁজের ২৪ দিন পর ড্রেনে মিলল মাদ্রাসাছাত্র আবদুল্লাহর মরদেহ