হোম > সারা দেশ > নরসিংদী

‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় নরসিংদীতে কলেজের ১০ শিক্ষার্থীকে বহিষ্কার, পরে অস্বীকার

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে বৃক্ষরোপণ কর্মসূচি। ছবি: আজকের পত্রিকা

নরসিংদীতে জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে বিএনপির সহযোগী সংগঠন কৃষক দলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এরই পরিপ্রেক্ষিতে আবদুল কাদির মোল্লা সিটি কলেজের মাঠে বৃক্ষরোপণ করার সময় মানবিক বিভাগের কয়েকজন শিক্ষার্থী ‘জয় বাংলা’ স্লোগান দেয়। এ ঘটনায় উপস্থিত নেতা-কর্মী ও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা তৈরি হলে তাৎক্ষণিক ১০ শিক্ষার্থীকে ক্লাস বর্জনসহ সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয় কলেজ কর্তৃপক্ষ।

পরে এ ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে নিশ্চিত করেন অধ্যক্ষ হেরেম উল্যাহ আহসান।

জেলা বিএনপির কৃষিবিষয়ক সম্পাদক সফিকুল ইসলাম আপেলের সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম সহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।

কলেজের প্রশাসনিক সূত্র জানায়, কলেজে কোনো রাজনৈতিক সংগঠন কিংবা রাজনৈতিক চর্চা হয় না। আজ রোববার (২০ জুলাই) বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসি পরীক্ষাকেন্দ্র হওয়ায় বিএনপি নেতারা বৃক্ষরোপণ কর্মসূচির ভেন্যু হিসেবে আবদুল কাদির মোল্লা সিটি কলেজ মাঠকে বেছে নেয়। তাদের কর্মসূচি চলাকালে কয়েকজন শিক্ষার্থী আওয়ামী লীগের দলীয় স্লোগান দেয়। এতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। এরই পরিপ্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষ প্রাথমিকভাবে অভিযুক্ত মানবিক বিভাগের ১০ জন শিক্ষার্থীকে ক্লাস বর্জনসহ সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিলেও পরে তা অস্বীকার করে। তখন বলে শুধু তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান অধ্যক্ষ।

এ ব্যাপারে আগামী শনিবার অভিযুক্ত শিক্ষার্থীদের অভিভাবকসহ কলেজে উপস্থিত হওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

কলেজের অধ্যক্ষ হেরেম উল্যাহ আহসান বলেন, ‘যেহেতু এই কলেজে কোনো ধরনের রাজনীতিক চর্চা করতে দেওয়া হয় না, সেখানে আমাদের ছাত্ররা কেন রাজনৈতিক স্লোগান দেবে? এরই পরিপ্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’ বহিষ্কারের বিষয়টি তিনি অস্বীকার করেন।

নরসিংদীর পলাশে তাঁতশ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

হাদি হত্যা: ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

হাদিকে গুলি: ফয়সালের বাবা-মা গ্রেপ্তার

নিখোঁজের ২৪ দিন পর ড্রেনে মিলল মাদ্রাসাছাত্র আবদুল্লাহর মরদেহ

মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে দেখতে লোকজনের ভিড়

নরসিংদীতে অবৈধ ব্যাটারি কারখানার বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন

নরসিংদীতে সংঘাত বন্ধে বিশেষ কম্বিং অপারেশন চালানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত, আহত ১০

নরসিংদীতে স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

নরসিংদীতে মোটরসাইকেলের ধাক্কায় মাদ্রাসা সুপার নিহত