হোম > সারা দেশ > নরসিংদী

রায়পুরায় স্কুল মাঠে অবৈধ পশুর হাট, ২ যুবকের দণ্ড 

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় প্রশাসনের অনুমতি ছাড়া বিদ্যালয়ের পাঠদান বন্ধ করে মাঠে পশুর হাট বসানো হয়। খবর পেয়ে প্রশাসনের লোকজন এসে হাট বন্ধ করে দেয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ জনকে কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন-ওই এলাকার তানভীর (২৫) ও হৃদয় (২২)।

আজ বুধবার দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের পিরিজকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, স্কুলটিতে সকাল থেকে দুপুর পর্যন্ত পাঠদান কার্যক্রম চলে। ঈদ সামনে রেখে আজ স্কুল মাঠে পশুর হাট বসানো হয়। এর আগে দুপুর ১টার দিকে ক্লাস বন্ধ করে শিক্ষার্থীদের ছুটি দেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। স্কুল ছুটি ও মাঠে পশুর হাটের ব্যাপারে জানতে প্রধান শিক্ষক আজহারুল ইসলামের মোবাইলে একাধিকবার কল দিলেও ফোন বন্ধ পাওয়া যায়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সামালগীর আলম বলেন, স্কুলের নিয়মিত পাঠদান আজ চালু রয়েছে। বিদ্যালয় চলাকালীন সময়ে মাঠে কোনো পশুর হাট বসতে পারে না। এরপরও যদি সরকার পশুর হাটের জন্য লিজ (ইজারা) দেয় তাহলে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ একটু সেক্রিফাইস করতেই পারে। তবে এমনিতে হঠাৎ করে স্কুল মাঠে পশুর হাট বসানোর কোনো নিয়ম নাই। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের অনুমতি ছাড়া স্কুল মাঠে একটা গরু ঢোকানোর কাহারও সাধ্য নাই। তাহলে উনি আইনগত সমস্যায় পড়ে যাবেন। বিষয়টি দেখছি।

বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও মির্জাপুর ইউপি চেয়ারম্যান মঞ্জুর এলাহী মোবাইলে বলেন, প্রতি বছরই ঈদে একদিন পশুর হাট বসে। এখানে শুধু মাত্র স্কুলের মাঠ ব্যবহারের জন্য স্কুলের সভাপতির অনুমতি নিলেই হয়। কিন্তু এবার ইউএনও বলেছেন ডিসির কাছ থেকে অস্থায়ী বাজারের জন্য আবেদন লাগবে। এটা তারা জানতেন না। এরপরও আবেদন করেছি কিন্তু মেয়াদ শেষ হওয়ার কারণে অনুমতি পাইনি। যেহেতু মাইকিং করা হয়েছে তাই ক্রেতা বিক্রেতা এসেছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো শফিকুল ইসলাম বলেন, অবৈধ হাট থেকে অবৈধ ইজারার রশিদ কাটা অবস্থায় দুইজনকে আটক করি। পরে হাট বন্ধে নির্দেশনা দিয়ে এসেছি। সরকারি বিধি ভঙ্গের অভিযোগে ১৮৮ ধারায় অভিযুক্ত করে দুই জনকে ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়েছে।

নরসিংদীতে ছাত্রদল কর্মীকে হত্যার ঘটনায় দম্পতি গ্রেপ্তার

নরসিংদীতে যৌথ অভিযানে ১৫ লাখ টাকা ও অস্ত্রসহ আটক ৭

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ২ ফার্মেসি মালিককে জরিমানা

দুবাই পালানোর সময় বিমানবন্দর থেকে নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

নরসিংদীতে মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ছোট দুই ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত

৫ আসন: নরসিংদীতে ত্রিমুখী লড়াইয়ের আভাস

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫

নরসিংদীতে বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রদল কর্মীকে হত্যা

নরসিংদীর সবজি: সরবরাহ বেশি, চাষিরা বিপাকে