হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে এজেন্ট ব্যাংকিং উদ্যোক্তার দোকানের তালা ভেঙে টাকা চুরির ঘটনায় দুজন গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর পলাশে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিং উদ্যোক্তার দোকানের তালা ভেঙে টাকা চুরির ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকতিয়ার উদ্দিন।

ওসি জানান, গতকাল রোববার রাতে পলাশ থানার পরিদর্শক (তদন্ত) জসিম উদ্দিন ও উপপরিদর্শক (এসআই) পাপন চন্দ্র দের নেতৃত্বে পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় কুমিল্লার দেবীদ্বার থানা এলাকায় অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লার মুরাদনগর থানা এলাকার শুশুন্ডা গ্রামের তৌফিত ওরফে তৌহিদ (২৮) এবং একই গ্রামের জামাল ওরফে কামাল মিয়া (৪২)।

পুলিশ জানায়, গত ১৫ ডিসেম্বর দুপুরে পলাশ উপজেলার চরসিন্ধুর ইউনিয়নের চরসিন্ধুর বাজার এলাকার এমপি মার্কেটের নিচতলায় ডাচ্‌-বাংলা এজেন্ট ব্যাংকিং উদ্যোক্তার দোকানের শাটারের তালা ভেঙে প্রায় ৯ লাখ টাকা চুরি করে নিয়ে যায় চোর চক্র। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দিলে তথ্যপ্রযুক্তির সহায়তায় দীর্ঘদিন চেষ্টার পর তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে  টাকাসহ তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তার দুজনকে আজ সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫

নরসিংদীতে বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রদল কর্মীকে হত্যা

নরসিংদীর সবজি: সরবরাহ বেশি, চাষিরা বিপাকে

নরসিংদীতে ট্রাকচাপায় বৃদ্ধা নিহত

নরসিংদীতে তিন চোখ ও দুই মুখের বাছুরের জন্ম, এলাকায় চাঞ্চল্য

নরসিংদী-৫: মনোনয়নপত্র সংগ্রহ করলেন যুবলীগ নেতা ব্যারিস্টার তৌফিকুর রহমান

নরসিংদীর পলাশে তাঁতশ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

হাদি হত্যা: ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

হাদিকে গুলি: ফয়সালের বাবা-মা গ্রেপ্তার

নিখোঁজের ২৪ দিন পর ড্রেনে মিলল মাদ্রাসাছাত্র আবদুল্লাহর মরদেহ