নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন আরও একজন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৬৩২। মৃত্যুর সংখ্যা ৬৩। আজ শনিবার সকালে এ তথ্য জানিয়েছেন নরসিংদীর সিভিল সার্জন মো. নুরুল ইসলাম।
সিভিল সার্জন মো. নুরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ছয়, পলাশ উপজেলায় সাত ও রায়পুরায় দুজন। নমুনার সংখ্যা বিবেচনায় শনাক্তের হার ১৭ দশমিক ৪ শতাংশ।
এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ২ হাজার ৮৩৫, শিবপুরে ৩৯৫, পলাশে ৭০০, মনোহরদীতে ২৫৭, বেলাবতে ২০৮, রায়পুরায় ২৩৭ জন।
জেলায় নতুন একজনসহ এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৩ জন। এর মধ্যে নরসিংদী সদরে ৩৩, পলাশে ৫, বেলাবতে ৬, রায়পুরায় ৮, মনোহরদীতে ৪ ও শিবপুরে ৭ জন।