হোম > সারা দেশ > নরসিংদী

জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার 

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় জমি সংক্রান্ত বিরোধের জেরে গত মঙ্গলবার খুন হন চরসুবুদ্ধি এলাকার আবদুল মান্নান (৬২)। আজ শুক্রবার দুপুরে এই মামলার প্রধান আসামি শিশু মিয়াকে (৫২) গাজীপুর জেলার কালীগঞ্জ থানার দুর্বাটি এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। তাকে রায়পুরা থানায় হস্তান্তর করা হয়েছে। 

পুলিশ সূত্রে জানা গেছে, এই হত্যাকাণ্ডের পর অভিযুক্তরা গা ঢাকা দেয়। আজ শুক্রবার দুপুরে নরসিংদীর র‍্যাব-১১ গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার কালীগঞ্জ থানার দুর্বাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। বিকেলে তাকে রায়পুরা থানায় হস্তান্তর করে র‍্যাব-১১। 

জানা গেছে, নিহত আবদুল মান্নান চরসুবুদ্ধি ইউনিয়নের খইরার বাড়ির আবদুর রেকমানের ছেলে। আসামিরা হলেন-একই গ্রামের আবদুল খালেক মিয়ার ছেলে শিশু মিয়া (৫২) ও বেনু মিয়া (৫৫)।  

রায়পুরা থানার উপপরিদর্শক তদন্তকারী কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘এ ঘটনায় র‍্যাব-১১ এর সহায়তায় প্রধান আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হই। আগামীকাল পুলিশি পাহারায় আদালতে প্রেরণ করা হবে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত আছে।’

উল্লেখ্য, গত মঙ্গলবার চরসুবুদ্ধি এলাকায় আবদুল মান্নান (৬২) প্রতিপক্ষের লোকজনের হামলায় নিহত হন। এ ঘটনার পর নিহতের স্বজনরা দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭-৮ জনের বিরুদ্ধে মামলা করেন। জানা গেছে, আবদুল মান্নান ও শিশু মিয়ার সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বেনি মিয়ার হাঁস মান্নান মিয়ার বাড়ির উঠানে আসাকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডা হয়। পরে অতর্কিত হামলায় প্রাণ যায় আবদুল মান্নানের। 

নরসিংদীতে ছাত্রদল কর্মীকে হত্যার ঘটনায় দম্পতি গ্রেপ্তার

নরসিংদীতে যৌথ অভিযানে ১৫ লাখ টাকা ও অস্ত্রসহ আটক ৭

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ২ ফার্মেসি মালিককে জরিমানা

দুবাই পালানোর সময় বিমানবন্দর থেকে নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

নরসিংদীতে মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ছোট দুই ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত

৫ আসন: নরসিংদীতে ত্রিমুখী লড়াইয়ের আভাস

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫

নরসিংদীতে বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রদল কর্মীকে হত্যা

নরসিংদীর সবজি: সরবরাহ বেশি, চাষিরা বিপাকে