নরসিংদী: নরসিংদীতে একদিনে নতুন করে আরও ৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আজ বুধবার সকালে নরসিংদীর সিভিল সার্জন মো. নূরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল ৪ হাজার ২৬৯ জনে।
সিভিল সার্জন মো. নুরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৮ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে পলাশে তিনজন, শিবপুরে একজন ও সদর উপজেলায় চারজন।
এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ২৬৭০ জন, শিবপুরে ৩৬০ জন, পলাশে ৫৯০ জন, মনোহরদীতে ২৩৮ জন, বেলাবতে ১৯২ জন, রায়পুরাতে ২১৯ জন।
নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ২৭ হাজার ১৮৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে হাসপাতাল আইসোলেশনে আছেন ১১ জন ও হোম আইসোলেশনে রয়েছেন ১২১ জন।
জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৬২ জন। এর মধ্যে নরসিংদী সদরে ৩২, পলাশের ৫, বেলাবতে ৬, রায়পুরায় ৮, মনোহরদীতে ৪ ও শিবপুরের ৭ জন।