হোম > সারা দেশ > নরসিংদী

রাস্তা পার হতে গিয়ে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় রাস্তা পার হওয়ার সময় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় রমজান মিয়া (৫) নামের এক শিশু নিহত হয়েছে। 

আজ শুক্রবার সকাল ১০টায় পৌর শহরের রাজিউদ্দিন আহমেদ রাজু অডিটোরিয়ামের সামনে রায়পুরা-বারৈচা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রমজান রায়পুরা পৌর এলাকার মেথিকান্দা গ্রামের মামুন মিয়ার ছেলে। 

স্থানীয়রা জানান, সকালে শিশুটিকে সঙ্গে নিয়ে মা শ্রীরামপুর রেলগেট এলাকায় যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে রাজিদ্দিন আহমেদ রাজু অডিটোরিয়ামের সামনে পৌঁছান। এ সময় মা রাস্তা পার হয়ে ওপর পাশে চলে গেলেও শিশুটি ওই পাশেই থেকে যায়। শিশুটি রাস্তা পার হতে গেলে অটোরিকশা ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে স্থানীয় উদ্ধার করে হাসপাতালে পাঠান। 

নিহত শিশুটির মা ঝর্ণা বেগম জানান, রমজান রাস্তা পার হওয়ার সময় অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এ সময় সে রাস্তায় ছিটকে পড়ে মাথাসহ হাত ও পায়ে আঘাত পায়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে সেখান থেকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুপুর দেড়টার দিকে মারা যায়। 
 
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন বিষয়টি জানেন না।

নরসিংদীতে ছাত্রদল কর্মীকে হত্যার ঘটনায় দম্পতি গ্রেপ্তার

নরসিংদীতে যৌথ অভিযানে ১৫ লাখ টাকা ও অস্ত্রসহ আটক ৭

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ২ ফার্মেসি মালিককে জরিমানা

দুবাই পালানোর সময় বিমানবন্দর থেকে নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

নরসিংদীতে মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ছোট দুই ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত

৫ আসন: নরসিংদীতে ত্রিমুখী লড়াইয়ের আভাস

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫

নরসিংদীতে বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রদল কর্মীকে হত্যা

নরসিংদীর সবজি: সরবরাহ বেশি, চাষিরা বিপাকে