হোম > সারা দেশ > নরসিংদী

জোড়া খুনের মামলায় খায়রুল কবির খোকন কারাগারে

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে ছাত্রদল নেতা সাদেকসহ জোড়া খুনের মামলায় বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাঁকে হাজির করলে বিচারক মেহনাজ সিদ্দিকী এ আদেশ দেন। 

এর আগে গতকাল বুধবার (২৫ অক্টোবর) দিবাগত রাত ২টায় রাজধানীর সিপাহীবাগের নবীনবাগ ক্যান্ট রেস্টুরেন্টের বিল্ডিংয়ে আত্মীয়ের বাসা থেকে তাঁকে আটকের বিষয়টি গণমাধ্যমকে জানান বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার। 

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকন চন্দ্র সরকার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ছাত্রদল নেতা সাদেকসহ জোড়া খুনের মামলার আসামি খোকনকে ঢাকা থেকে গ্রেপ্তার করে ডিএমপি। পরে আমাদের কাছে হস্তান্তর করে। আমরা যথাযথ পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।’ 

এর আগে চলতি বছরের ২৬ মে ছাত্রদলের জেলা কমিটিতে পদবঞ্চিত নেতা-কর্মীদের আন্দোলনের সময় জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সাদেক ও আশরাফুল ইসলাম নামে এক কর্মী দুর্বৃত্তের গুলিতে নিহত হয়। এ ঘটনায় নিহত সাদেকের ভাই আলতাফ হোসেন বাদী হয়ে বিএনপি নেতা খায়রুল কবির খোকন, তাঁর স্ত্রী শিরিন সুলতানাসহ ৩০ জনের উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩৫-৪০ জনকে আসামি করে সদর মডেল থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় তাঁর নামে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। 

গতকাল বুধবার রাতে তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে তাঁকে নরসিংদী জেলা আদালতে হাজির করা হয়। পরে আদালতের বিচারক এ আদেশ দেন। এ সময় বিএনপি নেতা খায়রুল কবির খোকনের বিচারের দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ মিছিল করে মামলার বাদীর পরিবার ও এলাকাবাসী।

হাদি হত্যা: ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

হাদিকে গুলি: ফয়সালের বাবা-মা গ্রেপ্তার

নিখোঁজের ২৪ দিন পর ড্রেনে মিলল মাদ্রাসাছাত্র আবদুল্লাহর মরদেহ

মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে দেখতে লোকজনের ভিড়

নরসিংদীতে অবৈধ ব্যাটারি কারখানার বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন

নরসিংদীতে সংঘাত বন্ধে বিশেষ কম্বিং অপারেশন চালানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত, আহত ১০

নরসিংদীতে স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

নরসিংদীতে মোটরসাইকেলের ধাক্কায় মাদ্রাসা সুপার নিহত

আড়িয়াল খাঁ নদের তীর থেকে অটোরিকশাচালকের রক্তাক্ত লাশ উদ্ধার