নরসিংদীর মনোহরদীতে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল ১০টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের পাশে হেতেমদী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃতের আনুমানিক বয়স ৩২ বছর।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) জহিরুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ ভোরে স্থানীয় লোকজন হেতেমদী এলাকায় সড়কের পাশে অজ্ঞাত ওই মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে মৃতের নাম-পরিচয় জানা যায়নি।
ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে, ভোরে গাড়ি চাপায় তাঁর মৃত্যু হয়েছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।