হোম > সারা দেশ > নরসিংদী

পাগলা বাজারে সাতসকালে কামলার হাট

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

কাক ডাকা ভোরে নরসিংদীর রায়পুরার মুছাপুর পাগলাবাজারে নিয়মিত বসে দিনমজুরদের হাট। এখানে শ্রমিকেরা আসেন সারা দিনের জন্য শ্রম বিক্রি করতে। হাট থেকে কৃষকেরা দরদাম মিটিয়ে শ্রমিকদের নিয়ে যান। অনেকে দূর দুরান্ত থেকে আসেন। চুক্তি মিটিয়ে শ্রমিক নিয়ে রওনা হন যানবাহনে। 

আজ শুক্রবার ভোর ৬টার দিকে সরেজমিনে পাগলাবাজারের হাট ঘুরে এমন দৃশ্যই দেখা যায়। এ অঞ্চল সবজি এবং ধান চাষের জন্য পরিচিত। এখন চলছে আমনের ভরা মৌসুম। পাশাপাশি সবজি খেতের পরিচর্যার কাজ। তাই এখন শ্রমিকের চাহিদা ব্যাপক। প্রতিদিন কাজের সন্ধানে দেশের বিভিন্ন এলাকা থেকে কয়েক শ শ্রমিক সমবেত হন এই হাটে। স্থানীয় কৃষকেরা চাহিদা মতো শ্রমিক নিয়ে যান। 

উপজেলার মুছাপুর পাগলা বাজারের কৃষিশ্রমিক আবদুল কাদির (৩৫) বলেন, ‘নেত্রকোনা থেকে কাজের সন্ধানে নিয়মিত আসি। এখানে আমার মতো আরও অনেকে একটি ঘরে ২০ টাকা করে জনপ্রতি ভাড়ায় রাত্রি যাপন করি। প্রতিদিন কাজের সন্ধানে এই হাটে এসে দাঁড়াই। বর্তমানে চাহিদা কিছুটা কম। পাঁচশ টাকার কম বা একটু বেশিতে কাজে যেতে হচ্ছে। সকাল, দুপুর, বিকেলের খাবারসহ যাতায়াত খরচও গৃহস্থ দেয়।’ 

কৃষক হারুন বলেন, ‘সারা বছর ওই হাটে শ্রমিক পাওয়া যায়। আশপাশের কয়েক গ্রামের কৃষক এখান থেকে শ্রমিক নিতে ভিড় জমায়। ভোরে না আসলে শ্রমিক পাওয়া যায় না। হাটে এসে পাঁচশ টাকায় একজন শ্রমিক নিলাম।’ 

উপজেলার মেথিকান্দা, হাঁটুভাঙা, হাইরমরার, আমিরগঞ্জ, মরজাল বাসস্ট্যান্ডসহ বেশ কয়েকটি বাজারে প্রতিদিন কামলার হাট বসে। দৈনিক কয়েক হাজার শ্রমিক দৈনিক চুক্তিতে কাজে যান।

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫

নরসিংদীতে বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রদল কর্মীকে হত্যা

নরসিংদীর সবজি: সরবরাহ বেশি, চাষিরা বিপাকে

নরসিংদীতে ট্রাকচাপায় বৃদ্ধা নিহত

নরসিংদীতে তিন চোখ ও দুই মুখের বাছুরের জন্ম, এলাকায় চাঞ্চল্য

নরসিংদী-৫: মনোনয়নপত্র সংগ্রহ করলেন যুবলীগ নেতা ব্যারিস্টার তৌফিকুর রহমান

নরসিংদীর পলাশে তাঁতশ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

হাদি হত্যা: ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

হাদিকে গুলি: ফয়সালের বাবা-মা গ্রেপ্তার

নিখোঁজের ২৪ দিন পর ড্রেনে মিলল মাদ্রাসাছাত্র আবদুল্লাহর মরদেহ