হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে নির্বাচনী সংঘর্ষে তিনজন নিহতের ঘটনায় মামলা

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর চরাঞ্চলের আলোকবালী ইউনিয়নে নির্বাচন নিয়ে দুই মেম্বারপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহতের ঘটনায় মামলা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাতে স্বপন মিয়া নামে নিহতদের এক স্বজন বাদী হয়ে মামলাটি করেন। মামলাটি করা হয়েছে নরসিংদী সদর মডেল থানায়। 

এতে ৫৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে। 

আজ সোমবার সকালে নরসিংদী সদর মডেল থানার ওসি সওগাতুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন। 

সওগাতুল আলম বলেন, ‘হত্যার ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এ ছাড়া পরবর্তী সহিংসতা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’

উল্লেখ্য, আগামী ১১ নভেম্বর ওই ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন ঘিরে গত বৃহস্পতিবার সকালে আলোকবালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নেকজানপুর এলাকায় দুই ইউপি মেম্বারপ্রার্থী আবুল খায়ের ও রিপন মোল্লার সমর্থকেরা সংঘর্ষে জড়ায়। এতে টেঁটা ও গুলিবিদ্ধসহ ঘটনাস্থলেই এক নারীসহ তিনজন নিহত হয়। আহত হন কমপক্ষে আরও ২৫ জন। এ ঘটনার তিন দিন পর মামলা দায়ের করা হলো। 

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫

নরসিংদীতে বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রদল কর্মীকে হত্যা

নরসিংদীর সবজি: সরবরাহ বেশি, চাষিরা বিপাকে

নরসিংদীতে ট্রাকচাপায় বৃদ্ধা নিহত

নরসিংদীতে তিন চোখ ও দুই মুখের বাছুরের জন্ম, এলাকায় চাঞ্চল্য

নরসিংদী-৫: মনোনয়নপত্র সংগ্রহ করলেন যুবলীগ নেতা ব্যারিস্টার তৌফিকুর রহমান

নরসিংদীর পলাশে তাঁতশ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

হাদি হত্যা: ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

হাদিকে গুলি: ফয়সালের বাবা-মা গ্রেপ্তার

নিখোঁজের ২৪ দিন পর ড্রেনে মিলল মাদ্রাসাছাত্র আবদুল্লাহর মরদেহ