হোম > সারা দেশ > নরসিংদী

রাশিয়ায় উচ্চশিক্ষা নিতে গিয়ে বাংলাদেশি ছাত্রের মৃত্যু, লাশের অপেক্ষায় পরিবার

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরার ছেলে সোয়াইব আহমেদ রাকিব (২৭) রাশিয়ায় উচ্চশিক্ষা নিতে গিয়ে মারা গেছেন। গত ১৬ জুলাই ওই দেশের রাজধানী মস্কোতে তাঁর মৃত্যু হয়েছে। রাকিবের লাশের অপেক্ষায় দিন গুনছে পরিবার। 

রাকিব রায়পুরা উপজেলার দক্ষিণ মির্জানগর গ্রামের আবুল কাশেম ও রাশিদা আক্তার রুনো দম্পতির ছেলে। মৃত্যুর খবরে তাঁর বাড়িতে চলছে শোকের মাতম। নিহত সন্তানের লাশের অপেক্ষায় প্রহর গুনছেন রাকিবের মা-বাবা। 

রাকিবের মা রাশিদা আক্তার বলেন, ‘অনেক স্বপ্ন নিয়ে ছেলেকে উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য রাশিয়ায় পাঠিয়েছি। এখন সব শেষ। ছেলের লাশটা দেখতে চাই।’ 

রাকিবের পরিবারের লোকজন জানান, রাকিব বাংলাদেশর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ পাশ করে দেড় বছর আগ উচ্চশিক্ষার জন্য রাশিয়ায় যান। রাশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানে খণ্ডকালীন সময়ে চাকরি নেন। চাকরিতে কাজ করা অবস্থায় গত ১৬ জুলাই মস্কোর একটি এলাকায় কোয়াটারে মশানাশক স্প্রে করার সময় বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে গুরুতর আহত হন তিনি। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয় বলে সংশ্লিষ্ট দূতাবাস থেকে পরিবারকে জানানো হয়েছে। 

রাকিবের সঙ্গে থাকা ভারতীয় দুই নাগরিকও বিষক্রিয়ায় আহত হন। তাঁদের মধ্যে একজনের হাসপাতালে মৃত্যু হয়েছে, অপরজন আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বলেও রাকিবের পরিবারকে জানানো হয় দূতাবাস থেকে। 

নিহতের মামাতো ভাই রাসেল খন্দকার বলেন, ‘খবর আসে গত ১৬ জুলাই রাশিয়ার রাজধানী মস্কো এলাকায় কোয়াটারে মশানাশক স্প্রে করার সময় রাকিব বিষক্রিয়ায় আক্রান্ত হন। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।’ 

রাকিবের মামা আবুল বাশার খন্দকার বলেন, ‘ঘটনার পর আমরা লাশের অপেক্ষায় আছি। সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।’

নরসিংদীতে সংঘাত বন্ধে বিশেষ কম্বিং অপারেশন চালানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত, আহত ১০

নরসিংদীতে স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

নরসিংদীতে মোটরসাইকেলের ধাক্কায় মাদ্রাসা সুপার নিহত

আড়িয়াল খাঁ নদের তীর থেকে অটোরিকশাচালকের রক্তাক্ত লাশ উদ্ধার

জুয়েলারি ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা

নরসিংদীতে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার

সড়কে ঝরল দুই বন্ধুর প্রাণ

নরসিংদীতে অবৈধভাবে মাটি কাটায় ৯ জনকে কারাদণ্ড

নরসিংদীতে যুবলীগ নেতার কয়েক কোটি টাকার সম্পদ জব্দ করল দুদক