নরসিংদীতে একদিনে আরও ১৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৬৬ জনে। বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকালে এ তথ্য জানিয়েছেন নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. নূরুল ইসলাম।
সিভিল সার্জন জানান, গত ২৪ ঘন্টায় জেলার ৯০ জনের নমুনা পরীক্ষার জন্য রাজধানীর মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথে (আইপিএইচ) পাঠানো হয়। বৃহস্পতিবার হাতে পাওয়া এসব নমুনা পরীক্ষার ফলাফলে ১৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়। তাঁদের মধ্যে সদর উপজেলার ১৫ জন, পলাশে ১ জন ও জেলা হাসপাতালে রেপিড অ্যান্টিজেন পরীক্ষায় ১ জনের করোনা পজেটিভ আসে।
সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, এ পর্যন্ত জেলার ছয়টি উপজেলা থেকে মোট ২০ হাজার ২৮১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১ হাজার ৮৯৬ জন, শিবপুরে ২৮৯ জন, পলাশে ৩৩২ জন, মনোহরদীতে ১৮৯ জন, বেলাবতে ১৬২ জন ও রায়পুরায় ১৯০ জন।
এ পর্যন্ত জেলায় করোনায় সংক্রমণ হয়ে মারা যাওয়া ব্যক্তির সংখ্যা ৫৩ জন। এর মধ্যে সদর উপজেলায় ২৯, পলাশে তিন, বেলাবতে ছয়, রায়পুরায় ছয়, মনোহরদীতে দুই ও শিবপুরে সাত জন।