হোম > সারা দেশ > নরসিংদী

বিয়ের জন্য চাপ দেওয়ায় তরুণীকে পেটানোর অভিযোগ

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর পলাশে এক তরুণীকে (১৮) তাঁর প্রেমিক লোহার শিকল দিয়ে পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ উঠেছে। পরে আহত অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন স্থানীয়রা। 

আজ রোববার দুপুরে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার খানেপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবকের নাম জাহাঙ্গীর মৃধা (২০)। 

ভুক্তভোগী তরুণীর অভিযোগ, প্রায় দেড় বছর আগে ঘোড়াশাল পৌর এলাকার খানেপুর গ্রামের শরফত আলীর ছেলে জাহাঙ্গীর মৃধার সঙ্গে মোবাইলে রং নম্বরের মাধ্যমে পরিচয় হয়। এরপর তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে জাহাঙ্গীর বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কও গড়ে তোলেন। পরে বিয়ে করার জন্য চাপ দেওয়া হলে জাহাঙ্গীর তাতে রাজি হচ্ছিলেন না। উল্টো ক্ষিপ্ত হয়ে তাকে নানাভাবে হুমকি দিতে থাকেন। রোববার দুপুরে বিয়ের বিষয়ে জাহাঙ্গীরের সিদ্ধান্ত জানতে তার বাড়িতে যান ওই তরুণী। এ সময় ক্ষিপ্ত হয়ে জাহাঙ্গীর লোহার শিকল দিয়ে পিটিয়ে তাকে আহত করেন। এতে তিনি অচেতন পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। 

এ ঘটনার প্রত্যক্ষদর্শী জিনারদী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য সোহেল মিয়া বলেন, ‘জিনারদী ইউনিয়নের গাবতলী গ্রামের একটি নির্জন স্থানে অজ্ঞান অবস্থায় ওই মেয়েকে পড়ে থাকতে দেখে এলাকাবাসী আমাকে খবর দেয়। পরে থানায় খবর দিয়ে এলাকাবাসীর সহযোগিতায় মেয়েটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর মেয়েটির জ্ঞান ফিরলে তাঁর পরিচয় জেনে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়।’ 

এ বিষয়ে পলাশ থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পাশাপাশি মেয়ের পরিবারকে থানায় অভিযোগ দেওয়ার কথা বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

নরসিংদীর সবজি: সরবরাহ বেশি, চাষিরা বিপাকে

নরসিংদীতে ট্রাকচাপায় বৃদ্ধা নিহত

নরসিংদীতে তিন চোখ ও দুই মুখের বাছুরের জন্ম, এলাকায় চাঞ্চল্য

নরসিংদী-৫: মনোনয়নপত্র সংগ্রহ করলেন যুবলীগ নেতা ব্যারিস্টার তৌফিকুর রহমান

নরসিংদীর পলাশে তাঁতশ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

হাদি হত্যা: ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

হাদিকে গুলি: ফয়সালের বাবা-মা গ্রেপ্তার

নিখোঁজের ২৪ দিন পর ড্রেনে মিলল মাদ্রাসাছাত্র আবদুল্লাহর মরদেহ

মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে দেখতে লোকজনের ভিড়

নরসিংদীতে অবৈধ ব্যাটারি কারখানার বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন