হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ঘরে পড়ে ছিল গৃহবধূর লাশ, শরীরে আঘাতের চিহ্ন, স্বামী পলাতক

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে শামসুন্নাহার চৈতি (২৬) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার ভোরে উপজেলার দুপ্তারা ইউনিয়নের কালীবাড়ি এলাকায় নিজ বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

চৈতি ময়মনসিংহের তারাকান্দা থানাধীন হাড়িয়াগাই এলাকার সামসুউদ্দিন মিয়ার মেয়ে। তাঁর দেহে ব্লেড দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনার পর থেকে পলাতক তাঁর স্বামী সাইফুল ইসলাম। ধারণা করা হচ্ছে, স্ত্রীকে হত্যার পর পালিয়েছেন সাইফুল।

বাড়ির অন্যান্য সদস্যদের বরাতে পুলিশ জানায়, চৈতি একটি পোশাক তৈরি কারখানায় কাজ করতেন। কালীবাড়ি এলাকায় স্বামীর সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। আজ ভোরে বাড়ির অন্যান্য ভাড়াটিয়ারা চৈতির ঘরের দরজা খোলা এবং ভেতরে তাঁর লাশ পড়ে থাকতে দেখতে পান। এ সময় বাড়ির মালিক ও পুলিশে খবর দেওয়া হয়। সাইফুল ও চৈতির মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, নিহত নারীর শরীরে ব্লেড বা ধারালো কিছু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তে বিস্তারিত জানা যাবে। তাঁর লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

চাকরির কথা বলে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, থানায় মামলা

পরকীয়ার জেরে খুন হন সুমন খলিফা, স্ত্রী-প্রেমিকসহ গ্রেপ্তার ৬

স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতার, ‘ডাকাত’ বললেন আরেক নেতা

বিড়াল কবুতরের বাচ্চা খাওয়ায় মারামারি, নিহত ১

দুই সন্তান রেখে উধাও প্রবাসীর স্ত্রী, থানায় অভিযোগ

ভাড়া নিয়ে কেটে ফেলা জাহাজ আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার শর্তে সমঝোতা

ফতুল্লায় যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের চার আসন: বিএনপির বিরোধের জেরে সম্ভাবনা দেখছে জামায়াত

নারায়ণগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

চট্টগ্রাম থেকে ভাড়ায় জাহাজ এনে কেটে বিক্রি, ছাত্রদল নেতাসহ ৭ জনের নামে মামলা