হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সোনারগাঁয় চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনীর হাতে বিএনপি নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয় আতাউর রহমান (৫০) নামের এক বিএনপি নেতাকে আটক করা হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার হাবিবপুর এলাকা থেকে সেনাবাহিনী তাঁকে আটক করে। আজ রোববার ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হলে তাঁকে কারাগারে পাঠানো হয়।

আতাউর রহমানের বিরুদ্ধে মোগড়াপাড়া এলাকার ফুটপাতের দোকান থেকে চাঁদাবাজি, জমি দখল ও ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে। তিনি উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

আদালত পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ বলেন, আজ বিকেলে আতাউর রহমানকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়। তাঁর পক্ষে বিএনপিপন্থী আইনজীবীরা জামিন আবেদন করলেও তা নামঞ্জুর করা হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলী তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

এ বিষয়ে জানতে চাইলে জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার আজকের পত্রিকাকে বলেন, বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর সদস্যরা আতাউর রহমানকে আটক করে সোনারগাঁ থানায় হস্তান্তর করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাঁকে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

পুলিশ জানায়, আটক আতাউর রহমানের বিরুদ্ধে ৫ আগস্ট থেকেই এলাকায় প্রভাব বিস্তারসহ চাঁদাবাজির অভিযোগ রয়েছে। পুলিশ ও সেনাবাহিনীর কাছে ভুক্তভোগীরা অভিযোগ দিয়ে আসছিলেন। দোকান, ফুটপাতের পাশাপাশি পরিবহনেও চাঁদাবাজি করেন তিনি।

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীকে হামলাচেষ্টা, আহত ২

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ—ককটেল বিস্ফোরণ, আটক ৮

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযান, বিপুল অস্ত্রসহ আটক ৫

শেখ হাসিনার রেখে যাওয়া বিচারব্যবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি: রফিউর রাব্বি

মাদক কারবারি ফাইটার মনির পুলিশের জালে, দেশীয় অস্ত্র উদ্ধার

ছাত্র আন্দোলনের মামলায় যুব মহিলা লীগ নেত্রীসহ ২ জন গ্রেপ্তার