হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে স্বামীকে দেখতে এসে গাড়িচাপায় স্ত্রী নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

কুমিল্লা থেকে নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বামীর সঙ্গে দেখা করতে আসছিলেন রানু বেগম (৫০)। ফতুল্লা ওসমান আলী স্টেডিয়াম বাসস্ট্যান্ডে পৌঁছে সড়ক পারাপার হতে গিয়ে অজ্ঞাত গাড়ির চাপায় তিনি নিহত হন। আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে ঢাকা–নারায়ণগঞ্জ লিংক রোডে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রানু কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার বেড়াখোলা গ্রামের আবু তাহেরের স্ত্রী। আবু তাহের শারীরিক প্রতিবন্ধী এবং কাজের সুবাদে ফতুল্লায় একাই ভাড়া বাসায় বাস করেন। 

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক সঞ্জয় বলেন, রাস্তা পারাপারের সময় নারায়ণগঞ্জগামী অজ্ঞাত একটি গাড়ি রানু বেগমকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে রানু বেগম ঘটনাস্থলেই মারা যায়। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লা থেকে ফতুল্লার দাপা এলাকায় স্বামীর কাছে যাচ্ছিলেন। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

নিহতের স্বামী আবু তাহের বলেন, ‘আমার স্ত্রী কুমিল্লায় আমার পৈতৃক বাড়িতে থাকে। আমি শারীরিক প্রতিবন্ধী হওয়ায় ফতুল্লায় জীবিকা নির্বাহের জন্য একাই বাস করি। আজকে তার ফতুল্লায় আসার পরিকল্পনা ছিল। দুপুরে পুলিশ ফোন দিয়ে জানায় আমার স্ত্রী রাস্তায় অ্যাক্সিডেন্টে মারা গেছে।’ 

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেবেন কিনা এমন প্রশ্নে বলেন, ‘আমার এই শরীর নিয়ে থানা-পুলিশ দৌড়ানো সম্ভব না। তাও পরিবারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিব।’

৩ দিন পর সিদ্ধান্ত পাল্টে নির্বাচনে থাকার ঘোষণা বিএনপি প্রার্থী মাসুদের

গার্মেন্টস বন্ধের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৪ কিলোমিটার যানজট

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী মাসুদের ভোট না করার ঘোষণায় ক্ষুব্ধ দল

নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়ি আটকে ছাত্রসংগঠনের বিক্ষোভ

নির্বাচন কে করবে আর করবে না—সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার: স্বরাষ্ট্র উপদেষ্টা

সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছে পুলিশ

সোনারগাঁয়ে অনুমতি ছাড়াই বসানো হয়েছে মেলা, অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ

বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ডুবে গেছে বাল্কহেড

নারায়ণগঞ্জে এনসিপির ৩ কর্মীকে ছুরিকাঘাত