হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

জমি নিয়ে বিরোধে বাড়িতে আগুন, দগ্ধ গৃহবধূর মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বাড়ির ফটকে আগুন দেওয়ার ঘটনায় দগ্ধ হয়ে হাসপাতালে এক গৃহবধূ মারা গেছেন। তাঁর নাম বিউটি বেগম (৫০)। গতকাল সোমবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মৃত্যু হয় তাঁর। 

আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম। তিনি জানান, বিউটি বেগমের শরীরের ৭৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে, গতকাল সোমবার বিকেলে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। 

সোমবার সকালে জমিসংক্রান্ত বিরোধ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে রূপগঞ্জ উপজেলার হাবিবনগর এলাকায়। এ সময় একটি পক্ষের অনুসারীদের বাড়িতে হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। 

নিহত গৃহবধূর মেয়ে স্কুলশিক্ষিকা শিমু আক্তার বলেন, ‘সোমবার সকালে জমি নিয়ে বিরোধে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজের সঙ্গে স্থানীয় জাহের আলীর অনুসারীদের সংঘর্ষ হয়। জাহের আলীর পরিবারের সঙ্গে সুসম্পর্ক রয়েছে তাঁদের পরিবারের। সে সূত্র ধরে বিকেলে হারেজের অনুসারীরা তাঁদের বাড়িতে হামলা চালান। বাড়ির ফটকে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন তাঁরা। এ সময় আমার মা আগুনে দগ্ধ হয়। তাঁর গায়ের আগুন নেভাতে এসে আমারও হাত পুড়ে যায়। হামলাকারীরা চলে যাওয়ার পর আশপাশের লোকজন আমাদের প্রথমে একটি প্রাইভেট হাসপাতালে ও পরে ঢাকায় নিয়ে যায়।’

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবির হোসেন বলেন, এ ঘটনায় হত্যা মামলা করার প্রস্তুতি চলছে।

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ—ককটেল বিস্ফোরণ, আটক ৮

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযান, বিপুল অস্ত্রসহ আটক ৫

শেখ হাসিনার রেখে যাওয়া বিচারব্যবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি: রফিউর রাব্বি

মাদক কারবারি ফাইটার মনির পুলিশের জালে, দেশীয় অস্ত্র উদ্ধার

ছাত্র আন্দোলনের মামলায় যুব মহিলা লীগ নেত্রীসহ ২ জন গ্রেপ্তার

মাহফিল থেকে ফেরার পথে ইসলামি বক্তার গাড়িতে ডাকাতি, আহত ২

নির্বাচনের জন্য ডোনেশন চেয়ে এনসিপি প্রার্থীর পোস্ট

সোনারগাঁয়ে মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ১০

‘ভুলবশত’ দলে ফেরা ইউপি চেয়ারম্যানের বহিষ্কারাদেশ বহাল