হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

আমদানির পর চুরি হওয়া অর্ধকোটি টাকার জিনসের কাপড় উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পক্ষ থেকে উদ্ধার করা জিনসের কাপড়। ছবি: আজকের পত্রিকা

ঢাকার আশুলিয়ার রেডিয়েন্স ফ্যাশন লিমিটেডের আমদানির করা অর্ধকোটি টাকার জিনসের কাপড় চুরি হওয়ার পর উদ্ধার করেছে নারায়ণগঞ্জ শিল্প পুলিশ। গাজীপুরের কোনাবাড়ী, নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে এসব কাপড় জব্দ করা হয়। এ ঘটনায় মাসুম ওরফে বাবু (৩৪) নামের এক যুবককে কোনাবাড়ী থেকে পুলিশ গ্রেপ্তার করেছে।

আজ শনিবার বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ শিল্প পুলিশ-৪-এর অতিরিক্ত ডিআইজি মো. আসাদুজ্জামান সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান জানান, গত ৯ জানুয়ারি চট্টগ্রাম থেকে ঢাকার আশুলিয়ায় রেডিয়েন্স গার্মেন্টসের উদ্দেশে আমদানি করা জিনসের কাপড়ভর্তি একটি কাভার্ড ভ্যান রওনা হয়। কাভার্ড ভ্যানটি নারায়ণগঞ্জে রূপগঞ্জের কাঞ্চন এলাকায় এসে যোগযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় ১০ জানুয়ারি প্রতিষ্ঠানের আইন কর্মকর্তা জুয়েল বাদী হয়ে নারায়ণগঞ্জ শিল্প পুলিশে একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পেয়ে শিল্প পুলিশ কাপড় উদ্ধারে কাজ শুরু করে। অভিযানে গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে মাসুম ওরফে বাবু নামের একজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে জিজ্ঞাসাবাদের সুবাদে কোনাবাড়ীর মদিনা মার্কেট থেকে ১১২ রোল, নারায়ণগঞ্জের ২ নম্বর রেলগেট এলাকার গুলশান মার্কেট থেকে ২৩৬ রোল ফেব্রিক উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য ৫১ লাখ ৬৫ হাজার ১৬০ টাকা বলে জানিয়েছে শিল্প পুলিশ।

আসাদুজ্জামান বলেন, ‘এ ঘটনায় মূল হোতা হিসেবে আজহার নামে একজন জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। সেই সঙ্গে কাভার্ড ভ্যানের চালক নয়ন, চট্টগ্রাম বন্দরের লোডিংচালক সাগরেরও সংশ্লিষ্টতার প্রমাণ প্রাথমিকভাবে পাওয়া গেছে। আমরা তাদের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেব।’

নারায়ণগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার পর শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার আসামির জবানবন্দি

অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২

যুবশক্তির তিন নেতাকে হত্যার হুমকি, সোনারগাঁ থানায় জিডি

নিখোঁজের ১৮ ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

ধলেশ্বরী নদীতে ফেরি থেকে ট্রাকসহ ৫ যান নদীতে, নিহত ৩

চলন্ত ফেরি থেকে মাঝনদীতে পড়ল ট্রাকসহ ৫ যান

৩ দিন পর সিদ্ধান্ত পাল্টে নির্বাচনে থাকার ঘোষণা বিএনপি প্রার্থী মাসুদের

গার্মেন্টস বন্ধের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৪ কিলোমিটার যানজট

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী মাসুদের ভোট না করার ঘোষণায় ক্ষুব্ধ দল