হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

অন্তর্বর্তীকালীন সরকারকে পর্যাপ্ত সময় দিতে চান মান্না

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, দেশ পরিচালনাসহ, রাষ্ট্র সংস্কার ও গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থ হওয়ার সুযোগ নেই। এই সরকারের পাশে থাকার পাশাপাশি প্রয়োজনে সমালোচনাও করবেন বলে জানান তিনি।

আজ বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে নাগরিক ঐক্যের জেলা কমিটি আয়োজিত ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় মাহমুদুর রহমান মান্না এ মন্তব্য করেন।

এখন পর্যন্ত প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিকভাবে নাগরিক ঐক্যের কোনো আলাপ হয়নি জানিয়ে মান্না বলেন, অচিরেই রাজনৈতিক আলাপ-আলোচনা হবে বলে তিনি বিশ্বাস করেন।

নাগরিক ঐক্যের সভাপতি আরও বলেন, ‘আমরা সংস্কারের রাজনীতির পথে হাঁটছি, আইনশৃঙ্খলা ব্যবস্থার বদলানোর চেষ্টা করছি। দেশে যাতে আবার কোনো স্বৈরাচার ফিরে আসতে না পারে, সে জন্য বিধিবিধান ঠিক করতে হবে। আর কোনো স্বৈরাচার যাতে দেশে ঘাঁটি বাঁধতে না পারে। সংবিধানের যে ধারা বা অনুচ্ছেদগুলো একটি সরকারকে স্বৈরাচার হওয়ার সুযোগ দেয়, তা বাতিল করতে হবে।’

নির্বাচন পর্যন্ত সংস্কারের বিষয়গুলো নির্ধারণ করতে হবে জানিয়ে ঢাবির সাবেক এই ভিপি বলেন, ‘এই সরকারকে বিভিন্ন বিষয়ে সময় বেঁধে দেওয়ার চেষ্টা চলছে, যা ঠিক হচ্ছে না। গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যতটুকু সময় লাগে, ততটুকু সময় এই সরকারকে দেওয়া উচিত।’ তবে নির্বাচন পর্যন্ত সংস্কারের বিষয়গুলো নির্ধারণ করতে হবে বলেও জানান তিনি।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘জীবনবাজি রেখে এত বড় ঘটনা শিক্ষার্থীরা করে দেখাল, যা কোনো রাজনৈতিক দল করতে পারেনি। রাজনৈতিক দলগুলো লাখ লাখ লোকের সমাগম করেও পুলিশের কারণে পিছু হটেছে। কিন্তু শিক্ষার্থীরা তা করেনি। এখন পলিটিকস মাসলম্যান দিয়ে চলবে না।’

সোনারগাঁয়ে অনুমতি ছাড়াই বসানো হয়েছে মেলা, অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ

বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ডুবে গেছে বাল্কহেড

নারায়ণগঞ্জে এনসিপির ৩ কর্মীকে ছুরিকাঘাত

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ১৮ ভবন খালি করার নির্দেশ

নারায়ণগঞ্জে ঘুরতে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ

রূপগঞ্জে ফেসবুক মন্তব্যকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৫

নারায়ণগঞ্জ শহরের সুগন্ধা প্লাস রেস্তোরাঁয় বাসি খাবার, লাখ টাকা জরিমানা

সোনারগাঁয়ে বিস্ফোরণে শিশুসহ এক পরিবারের চারজন দগ্ধ

চাকরির কথা বলে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, থানায় মামলা

পরকীয়ার জেরে খুন হন সুমন খলিফা, স্ত্রী-প্রেমিকসহ গ্রেপ্তার ৬