হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

আড়াইহাজার থানায় হামলা ও অস্ত্রলুট, ৩০ হাজার ব্যক্তিকে আসামি করে মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় হামলা চালিয়ে অগ্নিসংযোগ ও অস্ত্র লুটের ঘটনায় অজ্ঞাত ৩০ হাজার জনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ।

আজ শুক্রবার দুপুরে আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) রিপন আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

হামলায় আড়াইহাজার থানা, গোপালদী তদন্তকেন্দ্র, কালাপাহাড়িয়া পুলিশ ফাঁড়ি ভাঙচুর, লুটপাট এবং বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ লুট করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ২৪ কোটি ২০ লাখ টাকা বলে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে বাদী জানান, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আনন্দ মিছিল শেষে কয়েক হাজার লোক জড়ো হয় আড়াইহাজার থানার সামনে। এ সময় তাদের একটি দল থানায় হামলা চালায়। পুলিশ সদস্যরা প্রাণ রক্ষার্থে ফাঁকা গুলি ছুড়ে নিরাপদ স্থানে চলে যান। তবে হামলাকারীদের ছোড়া ইটপাটকেলে অন্তত ২১ পুলিশ সদস্য আহত হন।

পরে পুলিশ সদস্যরা পার্শ্ববর্তী মসজিদে আশ্রয় নেন এবং এসপির নির্দেশে সেখানে ইমামের কাছে অস্ত্র জমা রেখে নিরাপদ দূরত্বে চলে যায়। দুর্বৃত্তরা থানার গেট ভেঙে ভেতরে প্রবেশ করে বিভিন্ন আসবাব ভাঙচুর ও বিপুল পরিমাণ অস্ত্র লুট করে নিয়ে যায়। এ ছাড়া থানার বিভিন্ন গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

লুটপাটের সময় থানা, তদন্তকেন্দ্র ও ফাঁড়ি থেকে প্রায় ১২৯টি শটগান, চায়নিজ রাইফেল, পিস্তল, গ্যাস গান লুট করা হয়। 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্ল্যাহ মামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, লুটকৃত অস্ত্র ফিরিয়ে দিতে নির্দেশ দেওয়া হয়ে হয়েছিল। নির্ধারিত সময় শেষে এখন অভিযান পরিচালনা করে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

এনসিপি প্রার্থী আল আমিনের ওপর হামলার চেষ্টা, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীকে হামলাচেষ্টা, আহত ২

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ—ককটেল বিস্ফোরণ, আটক ৮

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযান, বিপুল অস্ত্রসহ আটক ৫

শেখ হাসিনার রেখে যাওয়া বিচারব্যবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি: রফিউর রাব্বি

মাদক কারবারি ফাইটার মনির পুলিশের জালে, দেশীয় অস্ত্র উদ্ধার