হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ইসি প্রমাণ করেছে তারা স্বাধীন, শোকজের জবাব দিতে গিয়ে শামীম ওসমান 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গতকাল শনিবার নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানকে শোকজ করে চিঠি দেওয়া হয়। সেই চিঠির জবাব দিতে গিয়ে ইসির ভূয়সী প্রশংসা করেছেন শামীম ওসমান। গতকাল শনিবার তাঁকে শোকজ করে ইসির অনুসন্ধান কমিটি। 

আজ রোববার বেলা সাড়ে ১১টায় আদালতে গিয়ে শোকজের ব্যাখ্যা প্রদান শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন প্রমাণ করেছেন তারা যথেষ্ট শক্তিশালী এবং তাদের ওই দক্ষতা আছে। তারা বাংলাদেশে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন উপহার দিতে পারবে।’ 

তিনি আরও বলেন, ‘অনেকের মুখে চুনকালি দিয়ে বর্তমান নির্বাচন কমিশন প্রমাণ করেছে, তারা সম্পূর্ণ স্বাধীন। অনেকে এই নির্বাচন কমিশনকে নিয়ে প্রশ্ন করেছেন। আমি আমার জীবনে অনেকগুলো নির্বাচন করেছি। আমি দেখি নাই কখনো একটি পত্রিকার সংবাদের কারণে প্রার্থীকে তলব করা হয়। সেই মোতাবেক আমার দুঃখ পাওয়ার কথা। কিন্তু আমি দুঃখ না পেয়ে আনন্দিত হয়েছি।’ 

শামীম ওসমান বলেন, ‘ফতুল্লা এবং সিদ্ধিরগঞ্জ থানার আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিএনপির জ্বালাও-পোড়াওয়ের বিরুদ্ধে শান্তি মিছিল করেছে। সেই শান্তির প্রতীক হচ্ছে নৌকা। সেই কারণেই এই বিষয়টি সামনে এসেছে। আমি কোনো মিছিল করিনি বা মিছিল করার জন্য নেতা-কর্মী নিয়ে আসিনি। মনোনয়ন জমা দেওয়ার দিনেও শুধু ছেলেকে নিয়ে হাজির হয়েছি।’ 

তিনি আরও বলেন, ‘আমি আমাদের দ্বিতীয় দায়রা জজের মাধ্যমে অনুরোধ জানিয়েছি, শুধু নির্বাচনের প্রার্থীদেরই নিয়ন্ত্রণ নয়, যারা নির্বাচনকে বানচাল করার জন্য দেশে জ্বালাও-পোড়াও করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি। জনগণ যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।’ 

এ সময় আরও উপস্থিত ছিলেন—মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েল, সাধারণ সম্পাদক মোহসিন মিয়া, জেলা কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট ওয়াজেদ আলি খোকন প্রমুখ।

নির্বাচনের জন্য ডোনেশন চেয়ে এনসিপি প্রার্থীর পোস্ট

সোনারগাঁয়ে মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ১০

‘ভুলবশত’ দলে ফেরা ইউপি চেয়ারম্যানের বহিষ্কারাদেশ বহাল

নারায়ণগঞ্জের ফতুল্লায় তরুণকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

সোনারগাঁয়ে লরি বিকল: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

জামিনে বেরিয়ে হত্যা মামলার বাদীর ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ

হাদির হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অন্ধকারকে দোষারোপ নয়, মোমবাতি হয়ে উঠতে হবে

শীতলক্ষ্যা তৃতীয় সেতুর নতুন নাম ‘শহীদ ওসমান হাদি’

ঘন কুয়াশায় নোঙর করে রাখা বাল্কহেডে লঞ্চের ধাক্কা, ১১ ঘণ্টা পর দুই লাশ উদ্ধার