হোম > সারা দেশ > নওগাঁ

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তালগাছে ধাক্কা, তরুণ নিহত

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তালগাছের সঙ্গে ধাক্কা লেগে এক তরুণ নিহত হয়েছেন। তাঁর নাম তারেক হোসেন (১৮)। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার রসুলপুর গ্রামে এই ঘটনা ঘটে। 

তারেক হোসেন নওগাঁ সদর উপজেলার নিন্দইন গ্রামের মকবুল হোসেনের ছেলে। তারেকের সেলাই মেশিনের মেকানিকের দোকান রয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নওহাটা মোড়ে নিজ প্রতিষ্ঠানে কাজ শেষে সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে বাড়িতে যাচ্ছিলেন তারেক। পথে উপজেলার ভিমপুর ইউপির রসুলপুর এলাকায় একটি গ্রামীণ সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের তালগাছে সঙ্গে ধাক্কা লাগে। 

এ সময় সড়কে ছিটকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান তারেক। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ বাড়িতে নিয়ে যায়। 

নওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুনসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।

নওগাঁর আত্রাইয়ে মারধর করে ব্যবসায়ীর দেড় লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

৩০৭ কমিউনিটি ক্লিনিকের বেশির ভাগই জরাজীর্ণ

নওগাঁয় ট্রাকচাপায় সেনাসদস্য নিহত

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান আটক

বালুডাঙ্গা বাস টার্মিনাল: সড়ক প্রশস্তকরণেও মিলছে না সুফল

মনোনয়ন ঘিরে অস্থিরতা: নওগাঁয় বিএনপিতে অসন্তোষ

নওগাঁর রাণীনগর: বস্তায় আদা চাষে ‘দুর্নীতির প্রদর্শনী’

নওগাঁয় শীতের প্রথম ধাক্কা, পারদ নেমেছে ১৪.৯ ডিগ্রিতে

ট্রাককে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনা, মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য নিহত

রাণীনগরে খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১