হোম > সারা দেশ > নওগাঁ

পত্নীতলা বিএনপির সাবেক আহ্বায়কসহ ২ জনকে বহিষ্কার করল জেলা কমিটি

 নওগাঁ প্রতিনিধি

আনোয়ার হোসেন ও মো. আবু তাহের চৌধুরী। ছবি: সংগৃহীত

নওগাঁর পত্নীতলা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন এবং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আবু তাহের চৌধুরীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গতকাল শনিবার (৪ জানুয়ারি) রাতে জেলা বিএনপির সদস্যসচিব মো. বায়েজিদ হোসেন পলাশ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করাসহ কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকায় পত্নীতলা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আবু তাহের চৌধুরীকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পদ থেকে সাময়িক বহিষ্কার করা হলো।

এ বিষয়ে জেলা বিএনপির সদস্যসচিব মো. বায়েজিদ হোসেন পলাশ বলেন, ‘আনোয়ার হোসেন কিছুদিন আগে উপজেলা বিএনপির আহ্বায়ক পদ থেকে অব্যাহতি পেলেও তিনি এখনো বিভিন্ন স্থানে ওই পরিচয় দিচ্ছেন। অন্যদিকে মো. আবু তাহের চৌধুরীর বিরুদ্ধে দলের অভ্যন্তরে বিভাজন সৃষ্টির অভিযোগ রয়েছে। এ কারণে দলীয় শৃঙ্খলা রক্ষায় তাঁদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।’

তবে এ বিষয়ে জানতে চাইলে আনোয়ার হোসেন এই সিদ্ধান্তকে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তের লঙ্ঘন বলে দাবি করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘নিয়ম অনুযায়ী জেলা বিএনপির সদস্যসচিব এ ধরনের সিদ্ধান্ত নিতে পারেন না। আমার বিরুদ্ধে অভিযোগ থাকলে তা কেন্দ্রীয় কমিটিতে জানানো উচিত ছিল। শোকজ নোটিশ ছাড়াই আমাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভিত্তিহীন।’

বদলগাছীতে সেতুর মুখে বড় গর্ত, ঝুঁকি নিয়েই যান চলাচল

মৌসুমের সর্বনিম্ন ৬.৭ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে নওগাঁ

এএসপি আমাকে গরু পেটানোর মতো পিটিয়েছেন— চালকের অভিযোগকে ‘প্রোপাগান্ডা’ বললেন এসপি

ভারতীয় মহিষসহ চার যুবক গ্রেপ্তার

শৈত্যপ্রবাহের কবলে নওগাঁ, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

নওগাঁ-৫: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন

শীতের চেয়েও কাজ না পাওয়ার কষ্ট বেশি

দুর্নীতির সংবাদ প্রকাশ: কার্যালয়ে ডেকে নিয়ে সাংবাদিকদের ‘দেখে নেওয়ার’ হুমকি কর্মকর্তার

নওগাঁর মান্দা: দায়সারা কাজে কাবিখার চার প্রকল্পে লুট