হোম > সারা দেশ > নওগাঁ

নওগাঁয় হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

 নওগাঁ প্রতিনিধি

প্রতীকী ছবি

নওগাঁর মহাদেবপুর উপজেলায় ফজলুর রহমান নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফেরদৌস ওয়াহিদ এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন রাইগাঁ গ্রামের শহীদুল ইসলাম (৫০), আব্দুস সালাম (৬০), আবুল কালাম আজাদ (৫৫), আশরাফ (৪৫) ও আতুরা গ্রামের ইব্রাহিম (৬০।

মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ২৪ এপ্রিল দুপুরে মহাদেবপুর উপজেলার রাইগাঁ গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জেরে দেশীয় অস্ত্র নিয়ে ফজলুর রহমানকে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পর নিহতের স্ত্রী শাহনাজ বেগম বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ তদন্ত শেষে ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। পরবর্তী সময়ে সিআইডি পুনরায় তদন্ত করে ১৯ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয়। দীর্ঘ শুনানি শেষে ২২ জন সাক্ষীর বক্তব্যের ভিত্তিতে আদালত পাঁচজনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

এ মামলার বাকি ১১ আসামিকে আদালত খালাস দেন। আর বিচার চলাকালীন তিন আসামির মৃত্যু হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈকত ইলিয়াস কবির বলেন, ‘দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর আমরা ন্যায়বিচার পেয়েছি। এ রায়ের মাধ্যমে প্রমাণ হয়েছে, অপরাধীরা আইনের হাত থেকে কখনোই রেহাই পাবে না।’

বদলগাছীতে সেতুর মুখে বড় গর্ত, ঝুঁকি নিয়েই যান চলাচল

মৌসুমের সর্বনিম্ন ৬.৭ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে নওগাঁ

এএসপি আমাকে গরু পেটানোর মতো পিটিয়েছেন— চালকের অভিযোগকে ‘প্রোপাগান্ডা’ বললেন এসপি

ভারতীয় মহিষসহ চার যুবক গ্রেপ্তার

শৈত্যপ্রবাহের কবলে নওগাঁ, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

নওগাঁ-৫: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন

শীতের চেয়েও কাজ না পাওয়ার কষ্ট বেশি

দুর্নীতির সংবাদ প্রকাশ: কার্যালয়ে ডেকে নিয়ে সাংবাদিকদের ‘দেখে নেওয়ার’ হুমকি কর্মকর্তার

নওগাঁর মান্দা: দায়সারা কাজে কাবিখার চার প্রকল্পে লুট