হোম > সারা দেশ > নওগাঁ

নেচে-গেয়ে আদিবাসী দিবস পালন নিয়ামতপুরে

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি 

নিয়ামতপুর উপজেলার পাঁড়ইল ইউনিয়নের মাসনা ফুটবল মাঠে আজ বিকেলে নৃত্য পরিবেশন করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর খুদে শিল্পীরা। ছবি: আজকের পত্রিকা

‘আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ’ স্লোগানে নওগাঁর নিয়ামতপুরে আদিবাসী দিবস পালন করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার পাঁড়ইল ইউনিয়নের মাসনা ফুটবল মাঠে গৈল দিগরী উরাও সমাজ উন্নয়ন পরিষদ এই আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমি পত্নীতলার পরিচালক যোগেন্দ্র নাথ টপ্প্য। সভাপতিত্ব করেন গৈল দিগরী উরাও সমাজ উন্নয়ন পরিষদের রাজা বাবুলাল টপ্প্য। সঞ্চালনায় ছিলেন রণজিৎ মনজির।

নিয়ামতপুর উপজেলার পাঁড়ইল ইউনিয়নের মাসনা ফুটবল মাঠে আজ বিকেলে নৃত্য পরিবেশন করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর খুদে শিল্পীরা। ছবি: আজকের পত্রিকা

এ সময় আরও উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক প্রভাত টুডু, সাদ্রী ভাষার লেখক অজিত তির্কী ও বঙ্গপাল সরদার, নওগাঁ জেলা আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক দীপংকর লাকড়া প্রমুখ।

আলোচনা সভায় যোগেন্দ্র নাথ টপ্প্য বলেন, ‘আদিবাসীরা আদিম জনগোষ্ঠীর একটি অংশ। সরকারের উদ্যোগের পাশাপাশি নিজেদেরও ভালোভাবে প্রস্তুত হতে হবে, যাতে যোগ্যতার ভিত্তিতে জাতির উন্নয়নে ভূমিকা রাখা যায়।’

আলোচনা শেষে আদিবাসীদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে ঘিরে একক ও দলীয় নৃত্য পরিবেশন করেন বিভিন্ন এলাকার নৃত্যশিল্পীরা। পরে বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর হাতে শুভেচ্ছা পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের শুরুতে অতিথি ও অংশগ্রহণকারীদের নিয়ে একটি শোভাযাত্রা বের করা হয়।

মাঠ দখল করে শিল্পমেলা, ২ স্কুলের পরীক্ষা বিঘ্নিত

বিএনপি নেতার গুদামে মিলল অবৈধ মজুতের ১৪৯ বস্তা সার

নওগাঁয় তাপমাত্রা নেমে ১২.১ ডিগ্রি সেলসিয়াস

আত্রাইয়ে বৃদ্ধকে খাদে ফেলে হত্যার অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার

নওগাঁর আত্রাইয়ে মারধর করে ব্যবসায়ীর দেড় লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

৩০৭ কমিউনিটি ক্লিনিকের বেশির ভাগই জরাজীর্ণ

নওগাঁয় ট্রাকচাপায় সেনাসদস্য নিহত

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান আটক

বালুডাঙ্গা বাস টার্মিনাল: সড়ক প্রশস্তকরণেও মিলছে না সুফল

মনোনয়ন ঘিরে অস্থিরতা: নওগাঁয় বিএনপিতে অসন্তোষ