হোম > সারা দেশ > নওগাঁ

শিক্ষার্থীদের হাত ধরেই স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে: খাদ্যমন্ত্রী

নওগাঁ প্রতিনিধি

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘শিক্ষার্থীদের সততা ও নিষ্ঠায় বড় হতে হবে। সোনার মানুষ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। শিক্ষার্থীদের হাত ধরেই স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে।’ 

আজ বৃহস্পতিবার নওগাঁর সাপাহার উপজেলার চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রি কলেজ চত্বরে নবীনবরণ ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। 

শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তির ভালো দিকগুলো গ্রহণ করে আধুনিক ও প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের প্রতিষ্ঠিত করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘মোবাইল ব্যবহারের ভালো ও মন্দ দিক আছে। শিক্ষার্থীদের ভালো দিক গ্রহণ করতে হবে।’

মন্ত্রী আরও বলেন, ‘ভাষা আন্দোলন, সাতই মার্চের ভাষণ ও মুক্তিযুদ্ধ এক সুতায় গাঁথা। বঙ্গবন্ধুর ডাকে এসব আন্দোলনে জেগে উঠেছিল বাঙালি। সেই ধারাবাহিকতায় কাজ করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’ 

খাদ্যমন্ত্রী বলেন, ‘বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া বর্তমান সরকারের একটি বড় সাফল্য। সরকারের বিভিন্ন উন্নয়নমুখী পদক্ষেপের কারণেই শিক্ষার হার বাড়ছে।’

মন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশের জন্ম কীভাবে হলো তার প্রকৃত ইতিহাস শিক্ষার্থীদের জানতে হবে। আমাদের শিকড়ের কথা মনে রাখতে হবে। বিশ্বে ভাষার জন্য জীবন দিয়েছে একমাত্র বাঙালি জাতি।’ 

চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা কলেজের পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ইসমত ইনামূল হকের সভাপতিত্বে বক্তব্য দেন সাপাহার ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহীদুর রহমান, সাপাহার উপজেলা চেয়ারম্যান শাহজাহান আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।

নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয় দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা। এ ছাড়া পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। 

এর আগে খাদ্যমন্ত্রী ২ কোটি ৬৮ হাজার টাকা ব্যয়ে ৪ তলাবিশিষ্ট চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রি কলেজের একাডেমিক ভবনের উদ্বোধন করেন মন্ত্রী। 

মাঠ দখল করে শিল্পমেলা, ২ স্কুলের পরীক্ষা বিঘ্নিত

বিএনপি নেতার গুদামে মিলল অবৈধ মজুতের ১৪৯ বস্তা সার

নওগাঁয় তাপমাত্রা নেমে ১২.১ ডিগ্রি সেলসিয়াস

আত্রাইয়ে বৃদ্ধকে খাদে ফেলে হত্যার অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার

নওগাঁর আত্রাইয়ে মারধর করে ব্যবসায়ীর দেড় লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

৩০৭ কমিউনিটি ক্লিনিকের বেশির ভাগই জরাজীর্ণ

নওগাঁয় ট্রাকচাপায় সেনাসদস্য নিহত

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান আটক

বালুডাঙ্গা বাস টার্মিনাল: সড়ক প্রশস্তকরণেও মিলছে না সুফল

মনোনয়ন ঘিরে অস্থিরতা: নওগাঁয় বিএনপিতে অসন্তোষ