হোম > সারা দেশ > নওগাঁ

রাণীনগরে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৪

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি 

প্রতীকী ছবি

নওগাঁর রাণীনগর থানার পুলিশ অভিযান চালিয়ে ছাত্রলীগের নেতাসহ চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

গতকাল শুক্রবার রাতভর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের আজ শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার চার ব্যক্তি হলেন উপজেলার ছয়বাড়িয়া গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে ও খট্রেশ্বর রাণীনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সোহেল রানা (৩২), ভবানীপুর গ্রামের ছাবের আলীর ছেলে নিশান (৪০), গহেলাপুর বড়িয়া গ্রামের হায়দর আলীর ছেলে বাবু মণ্ডল (৫৮) ও ভাটকৈ গ্রামের রমজান আলীর ছেলে আব্দুস সামাদ।

রাণীনগর থানার পরিদর্শক (তদন্ত) মোসলেম উদ্দীন জানান, বিস্ফোরক মামলায় সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গতকাল সন্ধ্যায় অভিযান চালিয়ে নিশানকে মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে। রাতেই তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে। একই রাতে মাছ চুরি মামলায় গ্রেপ্তার করা হয়েছে বাবু মণ্ডলকে। এ ছাড়া টাকা–পয়সা লেনদেনসংক্রান্ত মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুস সামাদ প্রামাণিককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

নওগাঁয় বৈষম্যবিরোধী আন্দোলন কমিটি থেকে ১০ জনের একসঙ্গে পদত্যাগ

বিনা মূল্যের প্রশিক্ষণেও টাকা নেওয়ার অভিযোগ

১৬ মাসের শিশুকে সেতু থেকে নদীতে ছুড়ে ফেলে থানায় গেলেন মা

বদলগাছীতে সেতুর মুখে বড় গর্ত, ঝুঁকি নিয়েই যান চলাচল

মৌসুমের সর্বনিম্ন ৬.৭ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে নওগাঁ

এএসপি আমাকে গরু পেটানোর মতো পিটিয়েছেন— চালকের অভিযোগকে ‘প্রোপাগান্ডা’ বললেন এসপি

ভারতীয় মহিষসহ চার যুবক গ্রেপ্তার

শৈত্যপ্রবাহের কবলে নওগাঁ, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

নওগাঁ-৫: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন