হোম > সারা দেশ > ময়মনসিংহ

ভূমি অফিসে গিয়ে জানতে পারলেন তিনি মারা গেছেন

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

অসুস্থ মায়ের চিকিৎসার জন্য নূর নাহারের টাকার প্রয়োজন। এ জন্য তিনি জমি বিক্রির উদ্যোগ নেন। রেজিস্ট্রির জন্য উপজেলা ভূমি অফিসে গিয়ে জানতে পারেন তাঁর জাতীয় পরিচয় পত্রের (এনআইডি) কোনো তথ্যই সরকারি সার্ভারে দেখাচ্ছে না। অফিসের কর্মকর্তাদের পরামর্শে তিনি উপজেলা নির্বাচন অফিসে যান। পরে নির্বাচন অফিসের কর্মকর্তারা জানান, দুই বছর আগে থেকেই তার আইডিটি মৃতের তালিকায় রয়েছে। নূর নাহারের বাড়ি শেরপুরের নালিতাবাড়ী পৌরশহরের কামারপট্টি মহল্লায়।

আজ বৃহস্পতিবারবার দুপুরে নুর নাহার উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে নিজে মৃত জেনে ফিরে আসার বিষয়টি আজকের পত্রিকার কাছে নিশ্চিত করেন। 

এ সময় তিনি বলেন, আমি অনেকদিন ধরে আমার সকল কাজে বিভিন্ন অফিসে এই কার্ডটি ব্যবহার করছি। তবে কখনোই অনলাইনে জাতীয় পরিচয়পত্র যাচাই করে দেখিনি। দুইদিন আগে জমি বিক্রি করার জন্য খারিজ করতে গেলে আমাকে জানানো হয়, আমার আইডির কোনো তথ্য অনলাইনে নেই। তাদের পরামর্শ অনুযায়ী আমি গতকাল বুধবার সকালে নির্বাচনী কার্যালয়ে খোঁজ নিয়ে জানতে পারি আইডি কার্ডের তথ্য অনুযায়ী আমি দুই বছর আগেই মারা গেছি। কারণ অনলাইন সার্ভার আমাকে মৃত দেখাচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাচনী কর্মকর্তা মো. বিল্লাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ভুক্তভোগীর আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেলে তার সমস্যা সমাধান করা হয়েছে। বিগত সময়ে ভোটার তালিকা থেকে মৃত ভোটারদের বাদ দেওয়ার সময় তথ্য সংগ্রহকারী হয়তো ভুল করেছেন। এসব ভুল সংশোধনের সুযোগ রয়েছে।

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই, আসামির বাবাসহ গ্রেপ্তার ৭

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে-পিটিয়ে আসামি ছিনতাই, আটক ১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩