হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে বাস-মাইক্রোবাস সংঘর্ষে ভাই-বোন নিহত, মা-বাবা হাসপাতালে

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের তারাকান্দায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে ভাই-বোন নিহত হয়েছে। এ ঘটনায় তাদের মা-বাবাসহ তিনজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। 

আজ রোববার সকাল ৮টার দিকে শেরপুর-ময়মনসিংহ সড়কের তারাকান্দা দক্ষিণ বাজারের জামান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতেরা হলো শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার চর শিমুলচরা গ্রামের মোকাদ্দেস রহমান তোরাব ও মনিরা বেগম দম্পতির তিন বছরের ছেলে আনাছ আহনাফ ও মেয়ে মাশুরা নোকাদ্দেছ তানাছ (১৫)। 

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ ও স্থানীয়রা জানান, বাসটি ঢাকা থেকে গোয়াতলার দিকে যাচ্ছিল। পথে তারাকান্দা দক্ষিণ বাজারের জামান ফিলিং স্টেশনের সামনে পৌঁছালেই বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই ভাই-বোন মারা যায়। এ সময় আহত হয় তাদের মা-বাবাসহ তিনজন। স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠায়। আহত আরেক ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। 

ওসি ওয়াজেদ আলী বলেন, বাসটি জব্দ করা হয়েছে। সড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বদলি নিয়ে ফেসবুকে ক্ষোভ প্রকাশ শিক্ষকনেতার

ঘুষ নেওয়ার ভিডিও ফাঁস, উপসহকারী প্রকৌশলীকে বদলি

জামালপুর-২: বিএনপির দলীয় প্রার্থীর পাশে নেই মনোনয়নবঞ্চিতরা

ময়মনসিংহের ১১ আসন: বিএনপির দ্বন্দ্বে সুবিধায় জামায়াত

বাকৃবিতে শুরু দুই দিনব্যাপী বিএসপিএসটির জাতীয় সম্মেলন

উন্নয়ন প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান

বন্ধুকে খুন করে রক্তমাখা কুড়াল হাতে থানায় হাজির যুবক

বাকৃবিতে ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

পুলিশ বক্সের সামনে যুবদল কর্মীকে ছুরিকাঘাত, হাসপাতালে মৃত্যু

শেরপুরে টিসিবির ২৪৮ বস্তা চাল জব্দ, ডিলার আটক