হোম > সারা দেশ > ময়মনসিংহ

ত্রিশালে কলা খেতে পড়ে ছিল অটোচালকের মরদেহ 

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশালে রাকিব (১৪) নামের এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে রাগামারা চেয়ারম্যান বাড়ি এলাকার একটি কলা খেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রাকিব ত্রিশাল উপজেলার ত্রিশাল সদর ইউনিয়নের কোনাবাড়ি গ্রামের নদীর পাড় এলাকার বাবুল মিয়ার ছেলে। সে পেশায় অটোচালক।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার রাত থেকে রাকিবকে খুঁজে পাচ্ছিল না তার পরিবারের লোকজন। সে শারীরিক প্রতিবন্ধী, হাঁটতে পারে না। অটোরিকশা চালাতো। নিখোঁজের একদিন পর আজ বিকেলে কলাবাগানে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ত্রিশাল থানা-পুলিশ উদ্ধার করে। লাশ উদ্ধার করলেও অটোরিকশাটি পাওয়া যায়নি।

রাকিবের পিতা বাবুল মিয়া বলেন, ‘গতকাল থেকেই আমার ছেলে নিখোঁজ ছিল। ছেলেকে সারা রাত গফরগাঁও ও ভালুকা এই দুই উপজেলায় খুঁজেছি। আজ দুপুরে শুনি তার লাশ চেয়ারম্যান বাড়ি এলাকায় কলার বাগানে পাওয়া গেছে। আমার এক মেয়ে দুই ছেলের মধ্যে রাকিব সবার ছোট ছিল। আমার এই ছেলেটা প্রতিবন্ধী। বাপ-ছেলে কামাই করে খাইতাম।’

ত্রিশাল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু বকর সিদ্দিক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

গফরগাঁওয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি

মুক্তাগাছায় ঘরে ঢুকে যুবককে ছুরিকাঘাতে হত্যা

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত