হোম > সারা দেশ > ময়মনসিংহ

বাধা কাটল মডেল মসজিদ নির্মাণে

গৌরীপুর প্রতিনিধি

উচ্চ আদালত মামলা খারিজ করে দেওয়ায় গৌরীপুর মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণে আর বাধা রইল না। গত সোমবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মামলাটি খারিজ করে দেন। মাত্র পাঁচ শতক জায়গার জটিলতায় আটকে ছিল মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ।

২০১৭ সালে পৌর শহরের উত্তর বাজার বায়তুল আমান জামে মসজিদের (বড় মসজিদ) জায়গায় মডেল মসজিদ নির্মাণের প্রস্তাব করা হয়। স্থানীয় সাংসদ, প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিরা প্রস্তাবিত জায়গায় মডেল মসজিদ নির্মাণের সুপারিশ করেন। এ সময় গৌরীপুর মধ্যবাজার এলাকার ব্যবসায়ী হাজি মো. আক্কাছ আলী ভূঁইয়া শহরের বাইরে গৌরীপুর সরকারি কলেজের পাশে দেবোত্তর সম্পত্তিতে মডেল মসজিদ নির্মাণের প্রস্তাব করে উচ্চ আদালতে মামলা করেন। আদালত ময়মনসিংহ জেলা প্রশাসককে এক মাসের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করার জন্য নির্দেশ দেন।

তৎকালীন জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস তদন্ত করে আদালতকে জানান, এসএ রেকর্ড অনুযায়ী কলেজের ভূমি দেবোত্তর সম্পত্তি। প্রস্তাবিত জায়গায় একটি মন্দির রয়েছে। এখানে মসজিদ নির্মাণ হলে সাম্প্রদায়িক দাঙ্গাসহ অশান্তি সৃষ্টি হতে পারে। তিনি স্থানীয় সাংসদ ও গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শ ও সুপারিশ অনুযায়ী উত্তর বাজারে প্রস্তাবিত জায়গায় মডেল মসজিদ নির্মাণের পক্ষে মত দেন। মামলাটি হাইকোর্টে খারিজ হয়ে গেলে আক্কাছ আলী তাঁর ভাই মো. মাহমুদুল হাসান জলিল ভূঁইয়াকে দিয়ে হাইকোর্টে আরও একটি মামলা করান।

ময়মনসিংহ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুজ্জামান চুন্নু জানান, গত বছরের ডিসেম্বরে গৌরীপুর মডেল মসজিদ নির্মাণের দরপত্র আহ্বান করা হয়। ইতিমধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশও দেওয়া হয়েছে। উচ্চ আদালতে মামলা চলমান থাকায় কাজ শুরু করা যায়নি। 

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, সোয়া ৩০০ জনকে আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ