ময়মনসিংহের গফরগাঁওয়ে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে এক সাবেক সেনাসদস্য নিহত হয়েছেন। এ সময় অটোরিকশাচালকসহ দুই যাত্রী আহত হন।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টায় গফরগাঁও-ময়মনসিংহ সড়কে সালটিয়া ইউনিয়নের রৌহা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহীর নাম শফিকুল ইসলাম (৫৫)। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সেনাসদস্য। তিনি উপজেলার উস্থি ইউনিয়নের বাগেরগাঁও গ্রামের আলী নেওয়াজ ঢালীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শফিকুল ইসলাম বাড়ি থেকে মোটরসাইকেলে চড়ে ময়মনসিংহে যাচ্ছিলেন। ঘটনাস্থালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়ার পথে শরিফুলের মৃত্যু হয়। এ ছাড়া আহত অটোরিকশাচালক ও দুই যাত্রীকে মমেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।