হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে কিশোরের ঘুষিতে যুবক নিহত

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি 

ময়মনসিংহের নান্দাইলে নিহত ইয়াছিন মিয়ার বাড়িতে প্রতিবেশীদের ভিড়। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের নান্দাইলে এক কিশোরের ঘুষিতে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার শেরপুর ইউনিয়নের টিক্কাচরে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম ইয়াছিন মিয়া (৪২)। তিনি ওই ইউনিয়নের পাঁচরুখী গ্রামের মতিউর রহমানের ছেলে।

ইয়াছিনের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে একজনের জানাজা পড়তে গিয়ে টিক্কাচরে ইয়াছিনের সঙ্গে এক কিশোরের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ইয়াছিন ওই কিশোরকে চড়থাপ্পড় মারেন। এতে সে ক্ষিপ্ত হয়ে ইয়াছিনের কপালে ঘুষি মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে সেখানে উপস্থিত থাকা অভিযুক্ত কিশোরের মামা নাজিম উদ্দিন আহত ইয়াছিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত ইয়াছিনের ভাই ফারুক মিয়া বলেন, ‘জানাজা নিয়ে কথা-কাটাকাটির জেরে ভাইকে মারধর করে তারাই আবার হাসপাতালে নিয়ে গেছে। আমরা মারা যাওয়ার পরে শুনেছি। আমার ভাইয়ের হত্যাকারী খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবি করছি।’

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, অভিযুক্ত কিশোরকে আটকের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি বিষয়টি প্রক্রিয়াধীন।

ভারতে পালানোর সময় বেনাপোল সীমান্তে ময়মনসিংহের যুবলীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ৬ আসামি গ্রেপ্তার

বড়দিনের প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল কামনা

বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক এমপি সারোয়ারের জামিন নামঞ্জুর

দুর্গাপুরে বড়দিন উপলক্ষে ক্রিসমাস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

ময়মনসিংহে হোস্টেল থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১১

দীপু দাসের পরিবারের পাশে শহীদুল আলমসহ ১৮ মানবাধিকারকর্মী

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড