হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে কিশোরের ঘুষিতে যুবক নিহত

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি 

ময়মনসিংহের নান্দাইলে নিহত ইয়াছিন মিয়ার বাড়িতে প্রতিবেশীদের ভিড়। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের নান্দাইলে এক কিশোরের ঘুষিতে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার শেরপুর ইউনিয়নের টিক্কাচরে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম ইয়াছিন মিয়া (৪২)। তিনি ওই ইউনিয়নের পাঁচরুখী গ্রামের মতিউর রহমানের ছেলে।

ইয়াছিনের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে একজনের জানাজা পড়তে গিয়ে টিক্কাচরে ইয়াছিনের সঙ্গে এক কিশোরের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ইয়াছিন ওই কিশোরকে চড়থাপ্পড় মারেন। এতে সে ক্ষিপ্ত হয়ে ইয়াছিনের কপালে ঘুষি মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে সেখানে উপস্থিত থাকা অভিযুক্ত কিশোরের মামা নাজিম উদ্দিন আহত ইয়াছিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত ইয়াছিনের ভাই ফারুক মিয়া বলেন, ‘জানাজা নিয়ে কথা-কাটাকাটির জেরে ভাইকে মারধর করে তারাই আবার হাসপাতালে নিয়ে গেছে। আমরা মারা যাওয়ার পরে শুনেছি। আমার ভাইয়ের হত্যাকারী খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবি করছি।’

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, অভিযুক্ত কিশোরকে আটকের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি বিষয়টি প্রক্রিয়াধীন।

গফরগাঁওয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি

মুক্তাগাছায় ঘরে ঢুকে যুবককে ছুরিকাঘাতে হত্যা

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত