হোম > সারা দেশ > ময়মনসিংহ

মেজর জিয়াউর রহমান পাকিস্তানের এজেন্ট ছিলেন: মির্জা আজম এমপি

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী জামালপুর-০৩ মেলান্দহ-মাদারগঞ্জের সাংসদ আলহাজ্ব মির্জা আজম এমপি বলেছেন মেজর জিয়াউর রহমান পাকিস্তানের এজেন্ট ছিলেন। ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা পরবর্তীতে খুনিদের পুনর্বাসন করার মধ্য দিয়ে সেটা প্রমাণিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৬ নং আদারভিটা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রথম অধিবেশনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মির্জা আজম আরও বলেন, শেখ হাসিনা সরকার সরকার ক্ষমতায় থাকলে দেশের মানুষ সুখে থাকে, শান্তিতে থাকে। আর ওই বিএনপি-জামাত ক্ষমতায় থাকলে দেশের মানুষ অশান্তিতে থাকে। তাঁরা জনগণের ভালো চায় না। শেখ হাসিনার নেতৃত্ব দেশ এগিয়ে যাচ্ছে, ভবিষ্যতেও এগিয়ে যাবে। ২০৪১ সালের মধ্যে একটি বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে ইনশা আল্লাহ। 

আদারভিটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম এর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন-জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী, সহসভাপতি আশরাফ হোসেন তরফদার, যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ সফি গেন্দা, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন চাঁন, মহিলা বিষয়ক সম্পাদিকা সাবিনা ইয়াসমিন, সদস্য মির্জা কবির, অধ্যক্ষ আলহাজ্ব গোলাম রব্বানী, মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জীবন কৃষ্ণ সাহা, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বেলাল প্রমুখ। পরে দ্বিতীয় অধিবেশনে আগামী ৩ বছরের জন্য সভাপতি পদে ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মোনায়েম তালুকদার সুজনকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক শফিকুল ইসলামকে নির্বাচিত করা হয়। 

হাদির ওপর হামলাকারীরা সীমান্ত দিয়ে পালিয়েছে কি না—তা শতভাগ নিশ্চিত নয় বিজিবি

ময়মনসিংহে হেলে পড়া ভবন পরিত্যক্ত ঘোষণা, ৩ ভবনমালিককে তলব

ভালুকায় পিতা-পুত্রসহ তিনজন গ্রেপ্তার

গড়ে ওঠেনি স্মৃতির মিনার

ময়মনসিংহে হেলে পড়েছে ৫ তলা ভবন, আতঙ্কে বাসা ফাঁকা

নেত্রকোনায় লরি-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১

১ জানুয়ারি শিক্ষার্থীরা সব নতুন বই হাতে পাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

শেরপুরে অবৈধ ৩ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

ডিজির সঙ্গে তর্ক: অব্যাহতির ৪ দিনের মাথায় পুনর্বহাল ময়মনসিংহের চিকিৎসক

ময়মনসিংহে টমেটোখেতে ‘মড়ক’, দিশেহারা কৃষক