হোম > সারা দেশ > ময়মনসিংহ

ফুলবাড়িয়া ৫০ হাজার গাছের চারা রোপণ উদ্বোধন

প্রতিনিধি, ফুলবাড়িয়া (ময়মনসিংহ) 

রসুলপুর রেঞ্জ সন্তোষপুর বন বিভাগের রাঙ্গামাটিয়া মৌজায় ২০ হেক্টর জমিতে বিভিন্ন প্রজাতির ৫০ হাজার গাছের চারা রোপণের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বিকেলে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মো. মোসলেম উদ্দিন ভিডিও কলের মাধ্যমে এর উদ্বোধন করেন। 

উদ্বোধনের সময় তিনি বলেন, সবুজ সমৃদ্ধ বাংলাদেশ ও পরিবেশ উন্নয়নে গাছের চারা রোপণের বিকল্প নেই। করোনার মধ্যে সবাইকে সরকারের নির্দেশনা মেনে চলতে আহ্বান জানাচ্ছি। 

উদ্বোধন শেষে ময়মনসিংহ বিভাগের সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা মো. আবু ইউসুফ, রসুলপুর রেঞ্জ কর্মকর্তা সাব্বির জাহাঙ্গীর বিন ওয়ালিদ, বন কমিটির সদস্য ইমদাদুল হক সেলিম অ্যাডভোকেট শীল কড়ই ও হিজল গাছের রোপণ করেন। 

রাঙ্গামাটিয়া মৌজার ৮৭৩,৮৬৮ দাগে ধারমরা, শীল কড়ই, হিজল, চিকরাশি, আকাশমণি, জাম, জামরুলসহ বিভিন্ন প্রজাতের ৫০ হাজার গাছের চারা রোপণ কার্যক্রম শুরু হয়। 

সন্তোষপুর বিট কর্মকর্তা আশরাফুল আলম খানের সভাপতিত্বে ভার্চ্যুয়ালে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মো. মোসলেম উদ্দিন অ্যাডভোকেট। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগের সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা মো. আবু ইউসুফ, রসুলপুর রেঞ্জ কর্মকর্তা সাব্বির জাহাঙ্গীর বিন ওয়ালিদ, বন কমিটির সদস্য ইমদাদুল হক সেলিম অ্যাডভোকেট, প্রমুখ। 

গফরগাঁওয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি

মুক্তাগাছায় ঘরে ঢুকে যুবককে ছুরিকাঘাতে হত্যা

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত