হোম > সারা দেশ > নেত্রকোণা

মোহনগঞ্জে বিদ্যালয়ের বারান্দায় মানসিক ভারসাম্যহীন তরুণীর সন্তান প্রসব

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জে একটি প্রাথমিক বিদালয়ের বারান্দায় এক মানসিক ভারসাম্যহীন তরুণী একটি সন্তানের জন্ম দিয়েছেন। আজ শনিবার সকালে প্রসূতি ও নবজাতককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

এর আগে শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার গাগলাজুর ইউনিয়নের করাচাপুর সরকারি প্রাথমকি বিদ্যালয়ের বারান্দায় ওই তরুণী কন্যা সন্তান প্রসব করেন। পরে খবর পেয়ে প্রশাসনের তত্ত্বাবধানে প্রসূতি ও নবজাতককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

গাগলাজুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য ফারুক আহমেদ সিদ্দিকী বলেন, ‘মানসিক ভারসাম্যহীন ওই তরুণী ৩-৪ মাস আগে কোথায় থেকে এসে করাচাপুর বাজারে আশ্রয় নেয়। তাঁর বয়স ২৫ বছরের কাছাকাছি হবে। বাজারে মানুষের ফেলে যাওয়া খাবার কুড়িয়ে খেত। অনেক সময় দোকানি বা এলাকার লোকজনও তাঁকে খাবার দিত। তার নাম ঠিকানা কিছুই আমরা জানি না। গত ১৫-২০ আগে প্রাথমিক বিদ্যালয়ের কাছে গিয়ে অবস্থান নেয়। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে একটি কন্যা সন্তান প্রসব করে ওই তরুণী। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএরও) জানালে সকালে তিনি লোক পাঠিয়ে তরুণী ও নবজাতককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করেন।’ 

ফারুক আহমেদ সিদ্দিকী আরও বলেন, ‘বাচ্চাটি দত্তক নেওয়ার জন্য অনেক নিঃসন্তান দম্পতি এরই মধ্যে আগ্রহ প্রকাশ করেছে।’ 

উপজলো নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছাব্বির আহমেদ আকুঞ্জি এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে প্রসূতি ও নবজাতককে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। নবজাতক ও মা দুজনেই সুস্থ্য আছে। যেহেতে মেয়েটি মানসিক ভারসাম্যহীন, নিজের নাম পরিচয় বলতে পারে না। তাই তার পরিচয় খোঁজা হচ্ছে। পরিবারের খোঁজ পেলে তাদের হাতে তাকে বুঝিয়ে দেওয়া হবে। অন্যথায় সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী করণীয় ঠিক করা হবে।’

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা