হোম > সারা দেশ > নেত্রকোণা

কলমাকান্দায় মায়ের কোলে ঘুমন্ত শিশুকে পিটিয়ে হত্যা: আর ২ আসামি গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় মায়ের কোলে ঘুমন্ত আড়াই বছর বয়সী শিশু জুনাইদ মিয়াকে পিটিয়ে হত্যার মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে কলমাকান্দা উপজেলার কুট্টাকান্দা গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার দুজন হলেন, কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মো. হানিফ মিয়া (২৭) ও একই গ্রামের মো. ফারুক মিয়া (২২)। 

এর আগে, গত ৩১ ডিসেম্বর হত্যার ঘটনা ঘটে। ওই দিনই মামলার প্রধান আসামি হাতেম আলীকে গ্রেপ্তার করে পুলিশ। এখনো তিনি কারাগারে রয়েছেন। 

ময়মনসিংহ র‍্যাব-১৪ এর অপারেশনস অফিসার উপপরিচালক মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহার ও র‍্যাব সূত্রে জানা যায়, উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আব্দুল মালেক ও প্রতিবেশী আসামি হাতেম আলীর মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে কয়েকটি মামলা চলমান আছে। গত ৩১ ডিসেম্বর দুপুরে হাতেম আলীর ছেলেসহ অন্যরা আব্দুল মালেকের কলা গাছের ছড়ি কেটে নিয়ে যায়। এ সময় আবুল মালেকের স্ত্রী মোছা. মোমেনা খাতুন বাধা দেয়। এতে হানিফ ও ফারুকসহ আরও কয়েকজন মিলে মোমেনার ওপর চড়াও হয়। একপর্যায়ে কাঠের রুল দিয়ে আঘাত করতে গেলে মোমেনার কোলে থাকা আড়াই বছরের শিশু জুনাইদের মাথায় লাগে। হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু হয় জুনাইদের। 

এ ঘটনায় ওই দিন রাতেই জুনাইদের বাবা আব্দুল মালেক বাদী হয়ে হামলাকারী হানিফ ও ফারুকসহ চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩–৪ জনকে আসামি করে কলমাকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এদিকে পুলিশের পাশাপাশি র‍্যাবও আসামিদের ধরতে অভিযানে নামে। 

ময়মনসিংহ র‍্যাব-১৪ এর অপারেশনস অফিসার উপপরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, আসামিদের কলমাকান্দা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। 

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক বলেন, ‘গ্রেপ্তারকৃতদের নিয়ে আসার জন্য আমাদের একজন অফিসার গিয়েছেন। এখনো এসে পৌঁছায়নি। এ মামলার প্রধান আসামি হাতেম আলীকে ঘটনার পরপরই গ্রেপ্তার করা হয়েছিল। এখনো তিনি কারাগারে রয়েছেন। মামলাটি তদন্ত করা হচ্ছে। এদিকে অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

গড়ে ওঠেনি স্মৃতির মিনার

ময়মনসিংহে হেলে পড়েছে ৫ তলা ভবন, আতঙ্কে বাসা ফাঁকা

নেত্রকোনায় লরি-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১

১ জানুয়ারি শিক্ষার্থীরা সব নতুন বই হাতে পাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

শেরপুরে অবৈধ ৩ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

ডিজির সঙ্গে তর্ক: অব্যাহতির ৪ দিনের মাথায় পুনর্বহাল ময়মনসিংহের চিকিৎসক

ময়মনসিংহে টমেটোখেতে ‘মড়ক’, দিশেহারা কৃষক

পদোন্নতির ডাক পেলেন শেখ হাসিনার সাজা প্রত্যাখ্যান করা শিক্ষক মাসুদ রানা

স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্ক: শোকজের জবাবে নিঃশর্ত ক্ষমা চাইলেন চিকিৎসক ধনদেব

উদ্ভট এক উটের পিঠে চলছে স্বাস্থ্যসেবা: ডিজির সঙ্গে তর্কের পর অব্যাহতি পাওয়া চিকিৎসক