হোম > সারা দেশ > ময়মনসিংহ

সন্তান নিয়ে যেতে বাধা দেওয়ায় শ্বশুরকে কুপিয়ে হত্যা, আটক জামাতা

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের তারাকান্দায় দায়ের কোপে শ্বশুর কছিম উদ্দিনকে (৬০) খুন করেছেন জামাতা মাহমুদুল হাসান (৩০)। আজ শনিবার (৯ ডিসেম্বর) বেলা ৩টার দিকে উপজেলার ঢাকুয়া ইউনিয়নের নিতারাশি গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় জামাতা মাহমুদুলকে আটক করেছে পুলিশ। 

নিহত কছিম উদ্দিন ওই গ্রামের মৃত গনি মাহমুদের ছেলে। আটক মাহমুদুল হাসান একই উপজেলার রায়জান গ্রামের ইদ্রিস আলীর ছেলে। 

স্থানীয়দের বরাত দিয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ৩ থেকে ৪ বছর আগে নিহত কছিম উদ্দিনের মেয়ে দীপালির আক্তারের (২৫) সঙ্গে মাহমুদুল হাসানের বিয়ে হয়। বিয়ের পর তাঁদের সংসারে একটি মেয়ে সন্তান জন্ম নেয়। মেয়েটির বর্তমান বয়স ৯ মাস। সম্প্রতি মাহমুদুল হাসান ও দীপালির সঙ্গে ঝগড়া হয়। ঝগড়ার জেরে দীপালি বাবার বাড়িতে চলে আসে। 

ঘটনার দিন সকালে মাহমুদুল হাসান তাঁর শ্বশুরবাড়িতে যায়। মাহমুদুল হাসান তাঁর স্ত্রী দীপালি ও মেয়েকে নিয়ে বাড়িতে ফিরতে চান। তবে দীপালি মাহমুদুল হাসানের বাড়িতে যাবে না বলে জানান। এ সময় ৯ মাসের সন্তান নিয়ে মাহমুদুল হাসান বাড়ি থেকে বের হতে চাইলে স্ত্রী, শ্বাশুড়ি ও শ্বশুর কছিম উদ্দিন বাঁধা দেন। 

এতে মাহমুদুল হাসান ক্ষিপ্ত হয় দা দিয়ে তাঁর শ্বশুরকে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা কছিম উদ্দিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর স্থানীয়রা মাহমুদুল হাসানকে আটক করে পুলিশে সোপর্দ করে। 

ওসি আরও বলেন, অভিযুক্ত মাহমুদুল হাসানকে আটক করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার