হোম > সারা দেশ > ময়মনসিংহ

ভিসির বাসভবনের সামনে বাকৃবি শিক্ষার্থীদের অবস্থান 

ময়মনসিংহ প্রতিনিধি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। হল বন্ধের নির্দেশের প্রতিবাদে আজ বুধবার বিকেলে একটি বিক্ষোভ মিছিল শেষে ভিসির বাসভবনের সামনে অবস্থান নেন তাঁরা।

বেলা ৩টা থেকে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। ভিসির বাসভবনের সামনের রাস্তায় বসে শিক্ষার্থীরা নানা স্লোগান দিচ্ছেন।

এ সময় শিক্ষার্থীরা বলেন, কোটা আদায়ের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কোনো ভাবেই তাঁরা হল ছাড়বেন না। হল ত্যাগে বাধ্য করা হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক ইরান মিয়া বলেন, ‘হল আমরা কোনো ভাবেই ছাড়ব না। যৌক্তিক দাবি আদায়ের আন্দোলন করতে গিয়ে প্রশাসনের এমন সিদ্ধান্তকে ধিক্কার জানাই। মেয়েদের হলে শিক্ষার্থীদেরকে নানাভাবে হয়রানি করা হচ্ছে। প্রয়োজনে আমরা সারা রাত জেগে আমার বোনদের পাহাড়া দেব। তাও কেউ হল ছাড়বে না। আমাদের হল ছাড়তে বাধ্য করা হলে সব কর্মকর্তা কর্মচারীকে বিশ্ববিদ্যালয় ছেড়ে দিতে হবে।’

শিক্ষার্থী নূরাইয়া নুসরাত বলেন, ‘ভিসিকে ধিক্কার জানাই, আমরা কোনো ভাবেই হল ছাড়ব না। হল ছাড়ার নির্দেশনা প্রত্যাখ্যান না করা পর্যন্ত আমরা ভিসির বাসভবন ঘেরাও কর্মসূচি ছাড়ব না।’

এর আগে সারাদেশে কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে নিহতদের স্মরণে প্রশাসনিক ভবনের সামনে গায়েবানা জানাজা, রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন শিক্ষার্থীরা। জানাজায় শিক্ষকরাও অংশগ্রহণ করেন।

সকালে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে সব শিক্ষার্থীকে হল ছাড়ার সিদ্ধান্ত হয়। আজ বুধবার সকালে নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে মিছিলে মিছিলে জড়ো হতে থাকেন কোটা আন্দোলনকারীরা।

রাস্তা অবরোধ করে আনন্দ মোহন কলেজ, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, নাসিরাবাদ কলেজসহ বিভিন্ন কলেজের কয়েকশ শিক্ষার্থী নানা স্লোগান দেন। পরে একটি বিক্ষোভ মিছিল গাঙ্গিনারপাড়, নতুন বাজার হয়ে টাউন গিয়ে শেষ হয়।

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা