আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলার অভিযোগ উঠেছে। ময়মনসিংহের হালুয়াঘাটের ধুরাইল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ও নৌকা প্রতীকের সমর্থকদের এই হামলার ঘটনা ঘটেছে।
গতকাল রোববার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত এ হামলায় চারটি বাড়ি, দুটি দোকান ও দুটি নির্বাচনী কার্যালয় ভাঙচুর করা হয়েছে।
হামলার ঘটনায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়কসহ উভয় পক্ষের চারজন সমর্থক আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
হালুয়াঘাটে দ্বিতীয় ধাপের নির্বাচনে ধুরাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ওয়ারিছ উদ্দিন সুমন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. শফিকুল ইসলাম লিটন, রফিকুল ইসলাম বাদশা ও আবদুল বাতেন শেখ সেলিম নির্বাচনে অংশ নিচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে পূর্বধুরাইল গ্রামে জমির সীমানা নিয়ে ওয়ারিছ উদ্দিন সুমনের সমর্থক, মফিজুল ইসলামের সঙ্গে শফিকুল ইসলামের সমর্থক, জুয়েল মিয়ার বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে মফিজুল ইসলাম মারধরের শিকার হন। কিছুক্ষণের মধ্যে নৌকার সমর্থকদের কাছে এ খবর পৌঁছে যায়। এতে ওয়ারিছ উদ্দিন সুমনের সমর্থকেরা ক্ষিপ্ত হয়ে শফিকুল ইসলামের তিন সমর্থকের বাড়ি, শিমুলতলি বাজারের একটি দোকান ও তাঁর নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর চালায়।
জানতে চাইলে শফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, জমিসংক্রান্ত বিষয় নিয়ে নৌকার সমর্থকেরা তাঁর তিন কর্মীর বাড়ি, একটি দোকানে হামলা ও নির্বাচনী কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করেছেন। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে। তবে তাঁর কর্মী-সমর্থকেরা কোনো ভাঙচুর করেননি।
এদিকে ওয়ারিছ উদ্দিন সুমন অভিযোগ অস্বীকার করে আজকের পত্রিকা বলেন, ‘আমার কোনো সমর্থক কারও বাড়িঘরে বা অফিসে হামলা করেনি। তাঁরা নিজেরা এটা করে আমার ওপর দোষ চাপাচ্ছে। বরং চশমার সমর্থকেরা হামলা চালিয়ে আমার একটি নির্বাচনী অফিস ও প্রচারের মাইক ভাঙচুর করেছে। এ ঘটনায় স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক গুরুতর আহত হয়েছেন। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান খান বলেন, ওই এলাকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখনো কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।