হোম > সারা দেশ > জামালপুর

দেওয়ানগঞ্জে পৌর নির্বাচনে পরাজিত প্রার্থীর বাড়িতে হামলা

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরর দেওয়ানগঞ্জে পৌরসভা নির্বাচনে পরাজিত কাউন্সিলর পদপ্রার্থী জ্যোতির্ময় চন্দ্র নাড়ুর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে নির্বাচনের ফলাফল ঘোষণার পর এ ঘটনা ঘটে। 

একই ওয়ার্ডের অপর পরাজিত কাউন্সিলর পদপ্রার্থী খালিকুজ্জামান খোকনের সমর্থকেরা শহরের পোস্ট অফিসসংলগ্ন জ্যোতির্ময় চন্দ্র নাড়ুর বাড়িতে হামলা চালায় বলে জানায় স্থানীয়রা। 

স্থানীয়রা জানান, গতকাল দেওয়ানগঞ্জ পৌরসভার নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ড থেকে সাধারণ আসনে সাতজন প্রার্থী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁদের মধ্যে ডালিম প্রতীক নিয়ে আব্দুস সালাম খোকা নির্বাচনে জয়লাভ করেন। নির্বাচনে ওই ওয়ার্ডে জ্যোতির্ময় চন্দ্র নাড়ু টেবিল ল্যাম্প ও খালিকুজ্জামান খোকন ব্ল্যাকবোর্ড প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁরা দুজনই পরাজিত হন। খোকন ভাবেন, তাঁর পরাজয়ের কারণ জ্যোতির্ময় চন্দ্র নাড়ু। তাই ফলাফল ঘোষণার পর তাঁর সমর্থকেরা জ্যোতির্ময় চন্দ্র নাড়ুর বাড়িতে লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালান এবং ভাঙচুর করেন। 

জ্যোতির্ময় চন্দ্র নাড়ু বলেন, ‘নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করায় খালিকুজ্জামান খোকনের লোকজন আমার বাড়িতে হামলা ও ভাঙচুর করেছেন। আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি পাল্টা হামলা করিনি। এ ঘটনার আমি বিচারের দাবি করছি।’ 

হামলা ও ভাঙচুর সম্পর্কে জানতে অভিযুক্ত খালিকুজ্জামান খোকনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। 

এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

পুলিশের ভয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে ময়মনসিংহে আ.লীগ নেতার মৃত্যু

‘কোম্পানির লোকেরাই আমার ভাইকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে’

ভালুকায় পিটিয়ে হত্যার পর যুবকের মরদেহে আগুন দেওয়ার অভিযোগ

ভালুকায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা

মেলায় মিলল ৬০ কেজি ওজনের কচু

বিজয় দিবস উদ্‌যাপনে মুছে ফেলা হলো জুলাই আন্দোলনের গ্রাফিতি

ময়মনসিংহে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা

হাদির ওপর হামলাকারীরা সীমান্ত দিয়ে পালিয়েছে কি না—তা শতভাগ নিশ্চিত নয় বিজিবি

ময়মনসিংহে হেলে পড়া ভবন পরিত্যক্ত ঘোষণা, ৩ ভবনমালিককে তলব