হোম > সারা দেশ > ময়মনসিংহ

বিদ্যালয়ের পুকুর দখলের অভিযোগ সাবেক সভাপতির পরিবারের বিরুদ্ধে

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলের বাঁশহাটি উচ্চ বিদ্যালয়ের পুকুর দখলের অভিযোগ উঠেছে বিদ্যালয়ের সাবেক সভাপতির পরিবারের বিরুদ্ধে। আজ বুধবার সকালে বিদ্যালয়ের অফিস কক্ষে সংবাদ সম্মেলন করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই অভিযোগ করেন। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন বলেন, বিদ্যালয়টি ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয়। সেই থেকে পাশের ৫০ শতাংশ জমি বিদ্যালয় ভোগ করে আসছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং পরবর্তী সময়ে সভাপতি মো. মনোয়ার হোসেন ভূঁইয়ার উপস্থিতিতে পুকুর থেকে মাছ বিক্রি করে বিদ্যালয়ের ফান্ডে জমা রাখা হয়। সর্বশেষ ২০১৮-২০২০ সাল পর্যন্ত সভাপতি থাকা অবস্থায়ও তিনি পুকুরটি নিজের বলে দাবি করেননি। 

নাসির উদ্দিন আরও বলেন, মো. মনোয়ার হোসেন ভূঁইয়ার মৃত্যুর এক সপ্তাহ পর থেকে তাঁর পরিবারের লোকজন পুকুরটি নিজের বলে দাবি করে। গত ২৮ জুলাই পুকুরটি দখলে নিতে ভেকু দিয়ে মাটি কেটে নেয়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নান্দাইল মডেল থানায় লিখিতভাবে জানানো হয়েছে। 

বাঁশহাটি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. নজরুল ইসলাম ভূঁইয়া বলেন, বিদ্যালয়ের পুকুরটি জোর করেই দখল করে নেওয়া হচ্ছে। পুকুর নিজেদের দাবি করে গত ২০ জানুয়ারি ঈশ্বরগঞ্জ আদালতে মামলা করে তারা। মামলাটি বিচারাধীন থাকলেও তারা দখলে নেওয়ার চেষ্টা করছে। 

এ বিষয়ে জানতে বিদ্যালয়ের সাবেক সভাপতি প্রয়াত মনোয়ার হোসেন ভূঁইয়ার ছেলে উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক চণ্ডীপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান এমদাদুল হক ভূঁইয়ার মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। 

সংবাদ সম্মেলনে বাঁশহাটি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে-পিটিয়ে আসামি ছিনতাই, আটক ১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার