হোম > সারা দেশ > ময়মনসিংহ

হালুয়াঘাটে লাকড়ির ঘরে পুঁতে রাখা গাঁজা উদ্ধার, আটক ২

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি 

গাঁজাসহ আটক দুই ব্যক্তি। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের হালুয়াঘাটে লাকড়ি রাখার ঘরের নিচে পুঁতে রাখা একটি প্লাস্টিকের ড্রাম থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে এক ব্যক্তিকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যে পুলিশ অভিযান চালিয়ে গাঁজা জব্দ করে। এ সময় দুজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন উপজেলার স্বদেশি ইউনিয়নের মাটিকাটা এলাকার আবদুল শেখের ছেলে আল আমিন ও পাশের ঘাষীগাঁও এলাকার মৃত আবেদ আলীর ছেলে মন্নাছ মিয়া (২৫)।

আজ বুধবার বেলা ১১টায় হালুয়াঘাট থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে হালুয়াঘাট-ধোবাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার সাগর সরকার এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, হালুয়াঘাট থানার উপপরিদর্শক (এসআই) মো. মানিক মিয়া গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান। অভিযুক্ত আল আমিন পালানোর চেষ্টা করলে পুলিশ তাঁকে আটক করে। পরে তাঁর কোমরে প্লাস্টিকে মোড়ানো ১ কেজি গাঁজাসহ একটি প্যাকেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল আমিন স্বীকার করেন, তিনি দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনার সঙ্গে জড়িত। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, বসতঘরের পাশের লাকড়ি রাখার ঘরের মাটির নিচে পুঁতে রাখা একটি ড্রাম থেকে আরও পাঁচটি প্যাকেট উদ্ধার করা হয়। এতে মোট ১১ কেজি গাঁজা পাওয়া যায়।

পুলিশ জানায়, উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ৩ লাখ ৩০ হাজার টাকা। আল আমিনের সহযোগী মন্নাছ মিয়াকেও গ্রেপ্তার করা হয়েছে।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনিপ্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা