হোম > সারা দেশ > ময়মনসিংহ

ভাষাশহীদ আব্দুল জব্বার স্মরণে ‘চিরভাস্বর’ চতুর্থ সংখ্যার মোড়ক উন্মোচন

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি 

জব্বার-‘চির ভাস্বর’ চতুর্থ সংখ্যার মোড়ক। ছবি: সংগৃহীত

১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর সংলগ্ন এলাকা। তপ্ত দুপুরে মিছিলে যোগ দেন ছাত্রসহ বিভিন্ন স্তরের মানুষ। তাঁদের একজন আব্দুল জব্বার। মিছিল এগোতেই পুলিশের গুলিতে আহত হন আব্দুল জব্বার এবং পরবর্তীতে শহীদ হন তিনি। মায়ের ভাষার জন্য প্রাণ দেওয়া এই বীরের স্মরণে ‘চিরভাস্বর’ নামের স্মরণিকার চতুর্থ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে।

ময়মনসিংহের হালুয়াঘাটে স্মরণিকাটি প্রকাশ করেছেন ভাষাশহীদ আব্দুল জব্বার ফাউন্ডেশন। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার হালুয়াঘাট সাধারণ পাঠাগারের পাঠককক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এটি প্রকাশ করা হয়।

স্মরণিকার সম্পাদক শরীফ মল্লিকের সঞ্চালনায় ভাষাশহীদ আব্দুল জব্বার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. আতিক উল্লাহ স্মরণিকার মোড়ক উন্মোচন করেন। মোড়ক উন্মোচন শেষে পাঠ আলোচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক মানিকরাম বেনবংশী (ক্ষীরমোহন), কবি ও ছড়াকার কমল ভদ্র, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) কেন্দ্রীয় কমিটির সদস্য ও কৃষক সংগঠক অজিত দাস, কৃষক সংগঠক আব্দুর রাজ্জাক, হালুয়াঘাট সাধারণ পাঠাগারের সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সুকান্ত বণিক, শাকুয়াই বহুমুখী স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক উজ্জ্বল আচার্য, হালুয়াঘাট দর্পণ সম্পাদক মাহমুদ আবদুল্লাহ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ‘আমরা হালুয়াঘাটবাসী গর্ববোধ করি—১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মহান শহীদদের একজন আমাদের। তিনি ভাষাশহীদ আব্দুল জব্বার। তাঁর জন্মস্থান গফরগাঁওয়ের পাঁচুয়া গ্রামে। তবে তাঁর জীবদ্দশায় হালুয়াঘাট শিমুলকুচি গ্রামে এই শহীদ পরিবারটি স্থায়ী বসতি স্থাপন করেন, যা হালুয়াঘাট উপজেলাকে ইতিহাসের সঙ্গে আবদ্ধ করে হালুয়াঘাটবাসীকে স্মরণীয় করেছে, সম্মানিত করেছে।’

চির ভাস্বর’ চতুর্থ সংখ্যার মোড়ক উন্মোচনে অতিথিরা। ছবি: আজকের পত্রিকা

২০০৭ সালে শহীদ পরিবারের ঐকান্তিক প্রচেষ্টায় ‘ভাষাশহীদ আব্দুল জব্বার ফাউন্ডেশন’ গড়ে ওঠে। ফাউন্ডেশনের প্রকাশিত স্মরণিকা হিসেবে এটি চতুর্থ। তা ছাড়া এই সংগঠন ক্ষুদ্র আকারে বেশ কিছু ভাঁজপত্রও প্রকাশ করেছে। এ প্রকাশনায় ভাষাশহীদ আব্দুল জব্বারের সংক্ষিপ্ত জীবনী, শহীদ পরিবারের কিছু দুর্লভ ছবি, ভাষা ও একুশবিষয়ক প্রবন্ধ, ছড়া-কবিতাসহ চমৎকার কিছু লেখা আছে, যা পাঠকদের হৃদয় স্পর্শ করতে পারে বলে আশা ব্যক্ত করেছেন স্মরণিকাসংশ্লিষ্ট ব্যক্তিরা।

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা