হোম > সারা দেশ > ময়মনসিংহ

এমপি হতে চাওয়া পরিচ্ছন্নতাকর্মী রোকেয়া পেলেন ৪৪ ভোট

হালুয়াঘাট (ময়মনসিংহ) 

ময়মনসিংহ–১ আসনে প্রার্থী হয়ে আলোচনায় আসা পরিচ্ছন্নতাকর্মী মোছাম্মৎ রোকেয়া বেগম ৪৪ ভোট পেয়েছেন। তিনি বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের হয়ে হাতের ছড়ি প্রতীকে নির্বাচনে অংশ নেন। গত রোববার (৭ জানুয়ারি) হালুয়াঘাট উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা আবিদুর রহমান ফলাফল ঘোষণার পর এ তথ্য জানা যায়। 

কোনো প্রার্থী মোট বৈধ ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পেলে তাঁর জামানত বাজেয়াপ্ত হয়। সে হিসাবে রোকয়া জামানতও হারিয়েছেন। 

ময়মনসিংহ–১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে মোট বৈধ ভোট পড়েছে ১ লাখ ৬৮ হাজার ৬৫৩। রোকেয়া বেগম পেয়েছেন ৪৪ ভোট। এর মধ্যে ধোবাউড়া উপজেলার ৭টি ইউনিয়নের ৪৯টি কেন্দ্রে পেয়েছেন ১৩ ভোট এবং হালুয়াঘাট উপজেলার ৯৪টি কেন্দ্র হতে তিনি পেয়েছেন ৩১ ভোট। বেশির ভাগ কেন্দ্রে কোনো ভোট পাননি। 

এই আসনে ৭ জন প্রার্থী ছিলেন। স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা সাবেক হালুয়াঘাট উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম ৯৩ হাজার ৫৩১ ভোট বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগ মনোনীত সাবেক এমপি জুয়েল আরেং পেয়েছেন ৭৩ হাজার ৮৫২ ভোট। 

এ আসনটিতে আওয়ামী লীগের এবং স্বতন্ত্র প্রার্থী ছাড়া রোকেয়াসহ জামানত হারিয়েছেন পাঁচজন। অন্য দলের মধ্যে জাতীয় পার্টির কাজল চন্দ্র মহন্ত (লাঙ্গল) পেয়েছেন ৪৬৭ ভোট, তৃণমূল বিএনপির মার্শাল মালেশ চিরান ২৭৫, ইসলামি ঐক্যজোটের মাহবুবুর রহমান ৩৫৮, বাংলাদেশ মুসলিম লীগের মুকলেছুর রহমান (হাতপাঞ্জা) ২২১ পেয়ে জামানত হারিয়েছেন। 

এ আসনটি ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলা নিয়ে গঠিত। দুই উপজেলায় মোট ভোটার রয়েছে ৪ লাখ ৫০ হাজার ৮৫২ জন। এতে হালুয়াঘাট উপজেলায় মোট ভোটার রয়েছে ২ লাখ ৭৭ হাজার ৩১৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ১৩৮১৬৮ জন, নারী ভোটার রয়েছে ১৩৯১৫০ জন এ ছাড়া তৃতীয় লিঙ্গের রয়েছে ১ জন। এই উপজেলায় মোট বৈধ ভোট পড়েছে ১ লাখ ৭ হাজার ৬০৯টি। 

অপর দিকে ধোবাউড়া উপজেলায় মোট ভোটার রয়েছে ১ লাখ ৭৩ হাজার ৫৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮৬ হাজার ৮ ২৮ জন। এর মধ্যে মহিলা ভোটার ৮৬ হাজার ৭০৩ এ ছাড়া তৃতীয় লিঙ্গের রয়েছে ২ জন। এতে ভোট পড়েছে ৬১ হাজার ৪৪ টি। 

হালুয়াঘাট উপজেলা নির্বাচন কর্মকর্তা রাজিবুল করিম জানান, নির্বাচনী আইন অনুযায়ী যে ভোট পড়েছে তার ৮ ভাগের ১ ভাগের কম ভোট যদি কোনো প্রার্থী পান, তাহলে তাঁর জামানত বাজেয়াপ্ত হয়। এ আসনে পাঁচজন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে।

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ