হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় শেয়াল তাড়ানোর বৈদ্যুতিক ফাঁদে শিশুর মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় হাঁসের খামারে শেয়াল তাড়ানোর বৈদ্যুতিক ফাঁদে পড়ে ইব্রাহিম (৭) নামের এক শিশু মৃত্যু হয়েছে। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পোগলা ইউনিয়নের পাইকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ইব্রাহিম উপজেলার পাইকপাড়া গ্রামের মতি মিয়ার ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাড়ির পাশে কাউছার নামে এক ব্যক্তি তাঁর হাঁসের খামারের বাউন্ডারি রেলিংয়ে শেয়াল তাড়ানোর জন্য বৈদ্যুতিক ফাঁদ পাতেন। সন্ধ্যায় খামারের পাশ দিয়ে যাওয়ার সময় সেই ফাঁদে বিদ্যুতায়িত হয় হব্রাহিম। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক সুমন পাল বলেন, বিদ্যুতায়িত হয়ে ইব্রাহিমের শরীরের কিছু অংশ পুড়ে গেছে। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। 

এ বিষয়ে কলমাকান্দা থানার ডিউটি অফিসার এএসআই হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

পুলিশের ভয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে ময়মনসিংহে আ.লীগ নেতার মৃত্যু

‘কোম্পানির লোকেরাই আমার ভাইকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে’

ভালুকায় পিটিয়ে হত্যার পর যুবকের মরদেহে আগুন দেওয়ার অভিযোগ