হোম > সারা দেশ > ময়মনসিংহ

হুমকি দেওয়ার জন্য ইসি ঘেরাও ভালো দৃষ্টান্ত না: নজরুল ইসলাম

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে বিএনপির সদস্য সংগ্রহ অনুষ্ঠানে নজরুল ইসলাম খান। ছবি: আজকের পত্রিকা

নির্বাচন কমিশন (ইসি) স্বাধীন মতামত ব্যক্ত করায় হুমকি দেওয়ার জন্য ঘেরাও কর্মসূচি হচ্ছে, বিষয়গুলো ভালো দৃষ্টান্ত না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা বর্তমান সরকারের সাফল্য-ব্যর্থতা নিয়ে এখনো প্রশ্ন তুলি নাই। কিন্তু বেশ কিছু বিষয়ে জনগণের মধ্যে কিছু প্রশ্ন সৃষ্টি হয়েছে এবং সরকারে থেকে বিশেষ রাজনৈতিক দলের পক্ষে কাজ করার অভিযোগ উঠেছে।’

আজ বুধবার ময়মনসিংহ নগরীর টাউন হলে বিএনপির সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম খান এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, ‘আমাদের ভালো লাগে না, কারণ আমরা সরকারটাকে পছন্দ করি। আমরা বিস্মিত হই, নির্বাচনী ট্রাইব্যুনাল রায় দেওয়ার পরেও প্রশাসনিক ক্ষমতায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে যিনি মেয়রের দায়িত্ব পেয়েছেন, তাঁকে দায়িত্ব দেওয়া হচ্ছে না।

নির্বাচন কমিশনকে এই অন্তর্বর্তী সরকার দেশের প্রচলিত আইন অনুযায়ী নিয়োগ দিয়েছে, সেই নির্বাচন কমিশন তাদের স্বাধীনভাবে মতামত ব্যক্ত করলেও তাদের হুমকি দেওয়ার জন্য ঘেরাও কর্মসূচি হচ্ছে। বিষয়গুলো ভালো দৃষ্টান্ত না।’

বিএনপির এ প্রবীণ নেতা আরও বলেন, দলের বদনাম হয়—এমন কাউকে সদস্য করা যাবে না। এমন কাউকে নেওয়া যাবে না, যাতে দলের শুভানুধ্যায়ীরা অসন্তুষ্ট হন।

বিএনপি নেতা শরীফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন দলের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও সদস্য ফরম নবায়ন কমিটির সদস্যসচিব এম রশিদুজ্জামান মিল্লাত। বক্তব্য দেন সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন ও আবু ওয়াহাব আকন্দ।

গফরগাঁওয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি

মুক্তাগাছায় ঘরে ঢুকে যুবককে ছুরিকাঘাতে হত্যা

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত